রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ০৮:১৬:২৩

ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন হৃত্বিক রোশন

ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন হৃত্বিক রোশন

বিনোদন ডেস্ক :  ‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে যাত্রা শুরু। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনকে। নিমেষের মধ্যে দর্শকদের পছন্দের তালিকার উপরের দিকে পৌঁছে গিয়েছিলেন তিনি।

বলিউডের ‘খান’দের জনপ্রিয়তা তাঁর পথের কাঁটা হতে পারেনি কোনওদিন। সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় ‘ক্রিশ’ তারকা। টুইটারে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। আর তাই ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন হৃত্বিক রোশন।

শনিবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ‘ব্যাং ব্যাং’ তারকা। এই লিংক থেকে নিজেই শুনে নিন ভক্তদের উদ্দেশে কী বললেন তিনি।  https://twitter.com/twitter/statuses/926660257404850176

প্রসঙ্গত, বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন এখন গণিতজ্ঞ আনন্দ কুমারের বায়োপিকে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন। --জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে