রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ০৮:৪৯:৩৪

ইতিহাস গড়লেন অনন্ত জলিল!

ইতিহাস গড়লেন অনন্ত জলিল!

বিনোদন ডেস্ক: শনিবার (৪ নভেম্বর) সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ নাইট ২০১৭’। সেখানে অংশ নেন ডিজে রাহাত, মুনমুন, জেমস ও ব্যান্ডদল অর্থহীন। তাঁদের সঙ্গে একই মঞ্চে দর্শকদের সামনে দাঁড়িয়েছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল।

চলচ্চিত্র ছেড়ে ইসলামের পথে নতুন ভাবে জীবন শুরু করা অনন্ত আবার কেন হঠাৎ কোন অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি আসলে কী করবেন, এসব বিষয়ে ভক্তদের মনে নানা রকম প্রশ্ন ছিল। কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে সেসব প্রশ্নের উত্তরও দেন অনন্ত। জানিয়েছিলেন দর্শকদের তিনি নিরাশ করবেন না। কিন্তু ঠিক কী করবেন তা বলেন নি আগে।

সিডনি যাওয়ার আগে ঘোষণা দিয়ে গিয়েছিলেন ইতিহাস গড়ার। এমন ঘোষণায় সবাই বেশ কৌতুহলী হয়ে ওঠেন। তিনি কি সেখানে নাচবেন? নাকি অভিনয় বিষয়ে কিছু বলবেন? নানা রকম জল্পনা-কল্পনায় লিপ্ত ছিল সবাই।

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল শনিবার রাতে। ইতিহাস গড়েই সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে ভক্তদের ইসলামের দাওয়াত দিলেন অনন্ত জলিল। দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যখন দেশের বাইরে থাকেন, তখন দেশের কথা আরো ভালো মনে হয়। প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা যারাই আছেন তারা সবাই নামাজী মানুষ। আমরা ইনশাআল্লাহ্ ইসলামী লাইনে থাকবো। কাজে ব্যস্ত তো থাকবো, তবে পাচঁ ওয়াক্ত নামাজ ও পড়ব’।

‘বাংলাদেশ নাইট’ এ ইসলামের দাওয়াত দেয়ার ২০ সেকেণ্ডের একটি ভিডিও প্রকাশ করেন অনন্ত তাঁর ফেসবুক অ্যাকাউন্টে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে