সোমবার, ০৬ নভেম্বর, ২০১৭, ১২:১১:৪৬

বাথরুমেই আমির খানের মিটিং

বাথরুমেই আমির খানের মিটিং

বিনোদন ডেস্ক :  বলিউড সুপারস্টার আমির খান বাথরুমেই সেরেছেন দুই ছবির মিটিং। তার ক্যারিয়ারের দু'টি অন্যতম হিট ছবি ‘গজনী’ এবং ‘থ্রি ইডিয়ট্স’র মিটিংগুলো তিনি বাথরুমেইে করে ছিলেন। সম্প্রতি আমির খান নিজেই এ কথা জানালেন।

আমিরকে তাঁর সুপারস্টারডম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি যথা সম্ভব চেষ্টা করেন তারকার তকমাটা অভিনয়ের সময় নিজের শরীর থেকে ঝেড়ে ফেলতে। স্ত্রী কিরণ রাও তার প্রথম ছবি ‘ধোবিঘাট’এ আমিরকে নিতেই চাইছিলেন না।

কারণ নয় জন ক্রু সদস্যকে নিয়ে শ্যুট হওয়া একটা ছবিতে আমির ১৫ জন দেহরক্ষীকে নিয়ে ঢুকবেন, এমনটাই আশঙ্কা করেছিলেন কিরণ! যদিও সেটা শেষমেশ হতে দেননি আমির নিজেই। ‘গজনী’ এবং ‘থ্রি ইডিয়ট্স’র মিটিংগুলো নাকি ‘ধোবিঘাট’র শ্যুটিংয়ের সময়েই সেরেছিলেন আমির, বাথরুমে বসে।

মিটিংয়ে এসেছিলেন রাজকুমার হিরানি, এ আর মুরুগাদোসের মতো পরিচালকও। আমির আরও বলেন, দেহরক্ষী নিয়ে যাইনি, কারণ কেউ জানত না আমি ওখানে 'ধোবিঘাট'র শ্যুটিং করছি। একটাই ঘর ছিল, যেখানে শ্যুটিং চলছিল। তাই পরের ছবির মিটিংগুলো আমাকে ওখানেই সারতে হয়েছিল, বাথরুমে বসে। রাজু হিরানি থেকে মুরুগাদোস, সকলেই আসতেন। রাত হলে তবেই আমি জানলার কাছে যেতাম।
 
এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে