সোমবার, ০৬ নভেম্বর, ২০১৭, ১২:২৩:৫০

চার বছর পর আমিন-ফারহানা একসঙ্গে

চার বছর পর আমিন-ফারহানা একসঙ্গে

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান। ইদানীং চলচ্চিত্রে নেই। তবে টিভি নাটকে অভিনয় করছেন তিনি।

অন্যদিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি নাটক এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই সফল।

জনপ্রিয় এ দুই অভিনয়শিল্পী চার বছর পর আবারও একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ভালোবাসার রংধনু’। নির্মাণ করেছেন রবিউল ইসলাম প্রধান।

সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘মিলির সঙ্গে প্রায় চার বছর পর কাজ করেছি। অভিনয়ে মিলি বেশ সাবলীল। সবমিলিয়ে আমরা নাটকটি উপভোগ্য করে তোলার চেষ্টা করেছি। আশাকরি দর্শকের ভালো লাগবে।’

আগামী ২৩ নভেম্বর নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে পরিচালক সূত্রে জানা যায়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে