বিনোদন ডেস্ক : বাংলাদেশের টেলিভিশন জগতের আলী যাকের ও ইরেশ যাকের। তাদের জন্মদিন একইদিন অর্থাৎ আজ সোমবার (৬ নভেম্বর)। জন্মদিনের প্রথম প্রহর থেকে শুভেচ্ছায় ভাসছেন দুই সেলিব্রিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে পোস্ট করেছেন।
জন্মদিনের প্রথম প্রহরে ঘরোয়াভাবে কেক কাটেন আলী যাকের ও ইরেশ যাকের। ওই ছবি শেয়ার করে নাট্য ব্যক্তিত্ব সারা যাকের ফেসবুকে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে অন ৬ নভেম্বর, টু বার্থ ডে বয়েজ।’
আলী যাকের ১৯৪৪ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। নাট্যব্যক্তিত্ব সারা যাকের তার সহধর্মিণী।
মঞ্চে নূরুলদীনের সারা জীবন, দেওয়ান গাজীর কিসসা, কপোনিকের ক্যাপ্টেনসহ অনেকগুলো নাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন আলী যাকের। এ ছাড়া টিভির পর্দায় আজ রবিবার, বহুব্রীহিসহ বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
অন্যদিকে ইরেশ যাকের জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালের ৬ নভেম্বর। স্কুলজীবন শেষ করেন ঢাকার স্কলাস্টিকা স্কুলে। এরপর উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে পাড়ি দেন। সেখানে তিনি গ্রিনেল কলেজে ভর্তি হন। অতঃপর সেই দেশেই অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
টিভি নাটকে অভিনয় করে ইরেশ যাকেরও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এছাড়া তাকে কয়েকটি সিনেমায়ও দেখা গেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস