আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ফিল্মনির্মাতাদের কয়েকজন ইচ্ছা করে হিন্দুধর্মকে অবমাননার চেষ্টা করেন। হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনও ধর্মকে অবমাননার সাহস তাঁদের নেই। এমনটাই দাবি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের।
সম্প্রতি সঞ্জয় লীলা বনশালীর ফিল্ম ‘পদ্মাবতী’ নিয়ে চলছে তুমুল বিতর্ক। সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই গিরিরাজের মন্তব্য, ‘সঞ্জয়ের সাহস আছে হিন্দু ধর্ম ছাড়ার অন্য কোনও ধর্মের যোদ্ধা বা গুরুকে নিয়ে বিকৃত সিনেমা বানানোর।’
তারপরেই গিরিরাজের হুঙ্কার, ‘আমরা এসব সহ্য করব না।’ পদ্মাবতী নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। রাজস্থান কর্ণী সেনা হেনস্থাও করেছে বনশালীকে। বানশালীকে ধরে মেরেছিল বলেও খবর পাওয়া যায়।
তাদের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আমরা চেষ্টা করব যাতে রাজস্থানে পদ্মাবতী মুক্তি না পায়। সঞ্জয় রাজস্থানের ইতিহাস ও হিন্দুত্বের অবমাননা করেছেন। ওর শাস্তি হওয়া উচিত।’
এমটিনিউজ/এসএস