সোমবার, ০৬ নভেম্বর, ২০১৭, ০৬:৩৬:৪২

ববির সাথে এই ছোট্ট মেয়েটিই এখন নায়িকা

ববির সাথে এই ছোট্ট মেয়েটিই এখন নায়িকা

বিনোদন ডেস্ক :  ববির সাথে এই ছোট্ট মেয়েটিই এখন নায়িকা পুজা।  চিত্রনায়িকা ববি এখন জাজ মাল্টিমিডিয়ার ছবি বেপরোয়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ববির বিপরীতে যে নায়ক অভিনয় করছেন সেই নায়কই ববির সাথে এই ছোট্ট মেয়েটির নায়ক হিসেবেই পরিচিত হয়েছিলেন।

আর মেয়েটিও এখন রীতিমতো নায়িকা, একটি ছবি গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। ছবির নাম নূরজাহান। বিষয়টি খোলাসা না করে বললে হচ্ছে না। বেপরোয়া ছবিতে ববির নায়ক হিসেবে অভিনয় করছেন রোশান। এই রোশান পোড়ামন টু-তে যে নায়িকার সাথে অভিনয় করতে যাচ্ছিলেন সেটিই এই (ববির সাথে) ছবির নায়িকা। সম্প্রতি আলোচনায় আসা মেয়েটির নাম পূজা চেরি।

অগ্নি টু-তে তার  অভিনয় করার কথা ছিল। ছবির মহরত অনুষ্ঠানে রোশানের নায়িকা হিসেবে পরিচয় করায়ে দেওয়া হয় পূজাকে। পূজা এর আগে রিন পাওয়ার হোয়াইটের বিজ্ঞাপনের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পান। যদিও এর আগে বেশ কয়েকটি ছবিতে পূজা শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন।

অনেকগুলো টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে পোড়ামন-টু ছবির নায়িকা হিসেবে নাম লিখিয়ে সবাইকে অবাক করে দেন। পোড়ামন- টু ও নূরজাহান ছবিতে পূজার বিপরীতে অভিনয় করছেন যথাক্রমে সিয়াম আহমেদ ও কলকাতার আদ্রিত।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে