বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১৮ এর ফেব্রুয়ারিতে বিয়ে করতে যাচ্ছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী। কিছুদিন আগেই পাওয়া ব্রেকআপের খবর থেকে হঠাৎ বিয়ের খবরের গুঞ্জনে অনেকেই অবাক হচ্ছেন।
টলিউডের সূত্রমতে, এবার দুর্গাপূজায় গোয়ায় ঘুরতে গিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেন টলিপাড়ার প্রেমিক যুগল রাজ- শুভশ্রী।
রাজ-শুভশ্রীর প্রেম নিয়ে খবর হয়েছে নানারকম। মাঝে ত্রিভুজ প্রেমের গল্পের মতো চলে এসেছিল রাজের পূর্বপ্রেমিকা টলিউডের আরেক নায়িকা মিমি চক্রবর্তীর নামও। তরুণ পরিচালক রাজের সঙ্গে আগেও জড়িয়েছে অনেকের নাম। অন্যদিকে শুভশ্রীর সঙ্গে বহুদিনের প্রেম ছিল টলিউড সুপারস্টার দেবের। বাকি সব পেছনে ফেলে রাজ-শুভশ্রী সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন সামনের ফেব্রুয়ারিতে।
তবে বিয়ের ব্যাপারে একেবারেই মুখ খুলছেন না রাজ-শুভশ্রী। ধারনা করা হচ্ছে, মোটামোটি গোপনীয়তা বজায় রেখেই কাজটি সারবেন তাঁরা। এদিকে, ৩ নভেম্বর শুভশ্রীর জন্মদিনে সামাজিক মাধ্যমে রাজের কোন শুভকামনা দেয়া বার্তারও সন্ধান পাওয়া যায় নি। আগের সব গুঞ্জন থেকে নিজেদের দূরে রাখতেই সম্ভবত ব্যক্তিগত ব্যাপারগুলো আর সবার সামনে আনছেন না রাজ-শুভশ্রী।-জিনিউজ ইন্ডিয়া
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস