সোমবার, ০৬ নভেম্বর, ২০১৭, ০৮:২৩:১৪

হিন্দু সন্ত্রাস নিয়ে এবার সরব হলেন প্রকাশ রাজ

হিন্দু সন্ত্রাস নিয়ে এবার সরব হলেন প্রকাশ রাজ

বিনোদন ডেস্ক : ফের নাম না করেই ভারতের কেন্দ্রীয় সরকার ও ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করলেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ।

কারও নাম না করেই টুইট করে তিনি বলেন, যদি ধর্ম, সংস্কৃতি বা নীতির নামে কারও মনে ভয়ের সঞ্চার করা সন্ত্রাস না হয় তাহলে সন্ত্রাস কাকে বলে।

গত বৃহস্পতিবারই হিন্দু সন্ত্রাস নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ ভারতের অভিনেতা কমল হাসান। সোশ্যাল মিডিয়ায় তাকে তুলোধনাও করা হয়েছে। এবার প্রকাশ রাজ তারই পাশে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে।

#জাস্ট আস্কিং হ্যাশট্যাগ দিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমার দেশের রাস্তায় যুবক-যুবতীর সঙ্গে অসভ্যতা যদি সন্ত্রাস না হয়, গো-হত্যার সামান্য সন্দেহেও আইন নিজের হাতে তুলে কাউকে পিটিয়ে মারা যদি সন্ত্রাস না হয়, যদি কাউকে গালাগালি করে ট্রোল করা, বিরোধ হলেই ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া যদি সন্ত্রাস না হয়, তাহলে সন্ত্রাস আসলে কী’।

উল্লেখ্য, সরাসরি না বললেও প্রকাশ রাজ উত্তরপ্রদেশের অ্যান্টি রোমিও স্কোয়াড, গো- হত্যার মত প্রসঙ্গগুলিকেই তুলে ধরেছেন। এর আগে গত মাসেও গৌরী লঙ্কেশের হত্যা ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন।

তার এই মন্তব্যের সঙ্গে অনেকেই কমল হাসানের বক্তব্যের মিল খুঁজে পাচ্ছেন। বৃহস্পতিবারই কমল হাসান হিন্দু সন্ত্রাস নিয়ে মুখ খুলে বিতর্কের সৃষ্টি করেন। এর জেনে তার বিরুদ্ধে উত্তর ভারতের বারানসীতে একাধিকা মামলাও দায়ের করা হয়। -ওয়ান ইন্ডিয়া

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে