বিনোদন ডেস্ক : ফেনি খান-এর শুটিংয়ের সময় আহত হন এখন ক্রিউ মেম্বার। আর তাঁকে সাহায্যের জন্য দূর্ঘটনাস্থলে ছুটে যান ঐশ্বর্য রাই বচ্চন।
সম্প্রতি মুম্বইয়ের ফ্লোরা ফাউন্টেইন এলাকায় শুটিং চলছিল ঐশ্বর্য রাই বচ্চন, রাজকুমার রাও এবং অনিল কাপুর অভিনীত ফেনি খান-এর। আর সেখানে আচমকাই আহত হন পরিচালক-এর সহকারী।
শুটিংয়ের সময় হঠাৎ দূর্ঘটনা, কী করলেন ঐশ্বর্য! ওই খবর পাওয়ার পর পরই সেখানে ছুটে যান রাই সুন্দরী। আহত সদস্যকে যাতে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সেদিকে নজর দেন রাই। আর ওই খবর প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।
অভিনয়ের পাশাপাশি যেমন পোক্ত হাতে ঘর সামলাচ্ছেন রাই, তেমনি কেউ অসুস্থ হলে বা বিপদে পড়লেও যে তিনি ছুটে যান সাহায্যের জন্য, তা ফের প্রকাশ্যে এল।
এমটিনিউজ২৪/এম.জে/এস