সোমবার, ০৬ নভেম্বর, ২০১৭, ১১:১৩:৫১

স্বামীকে রেখে একাই কানাডা গেলেন সানি লিওন

স্বামীকে রেখে একাই কানাডা গেলেন সানি লিওন

বিনোদন ডেস্ক :   বোনের বিয়ে। আর সেখানে তাঁর সবচেয়ে প্রিয় বড়বোন থাকবেন না তাও আবার হয় নাকি! বড়বোন সানি লিওন। ছোট বোনের বিয়েতে কানাডায় সানি লিওন।

ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তে ব্যস্ত তিনি। তবুও কাজিনের বিয়েতে হাজির থাকতে তিনি গেছেন কানাডায়। আর সেখান থেকেই বিয়েবাড়ির বিভিন্ন মুহূর্তের আপডেট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও ছবি শেয়ার করছেন, কখনও বা ভিডিও।

ডিজাইনার অর্চনা কোছারের দু’টি বিশেষ পোশাক এই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন সানি। সেই পোশাক পরে ওয়েব দুনিয়ায় ছবিও দিয়েছেন তিনি। কানাডা যাওয়ার আগে সংবাদ সংস্থাকে সানি বলেন, আমি যখন ছোট ছিলাম, আমার এই কাকা আর বোনের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম।

আমি খুব ভাল সময় কাটিয়েছি ওদের সঙ্গে। এ বার ওর বিয়ে। এই অনুষ্ঠানটা একেবারেই মিস করতে পারব না। বোনের বিয়েতে যোগ দিতে স্বামীকে রেখে হটাৎ করে একাই কানাডা গিয়েছেন সানি। তাঁর মেয়ে নিশাকে দেখাশোনার জন্য মুম্বাইতে রয়েছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে