মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ০১:৩৯:৫৩

সমস্যা পাশ কাটিয়ে ফুল দেওয়া ও চামচামিতে ব্যস্ত ওরা : মৌসুমী

সমস্যা পাশ কাটিয়ে ফুল দেওয়া ও চামচামিতে ব্যস্ত ওরা : মৌসুমী

বিনোদন ডেস্ক : শিল্পী সমিতিকে ছোট করে চলচ্চিত্র ফোরাম কোনো কিছু করবে না। আবার চলচ্চিত্র ফোরামকে ছোট করে যেন শিল্পী সমিতি কিছু না করে এটাই সবসময় চাওয়া চিত্রনায়িকা মৌসুমীর।

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রে কিছু অশুভ ছায়া গ্রাস করেছে। এই অশুভ ছায়া এ দেশের চলচ্চিত্রের কাজের পরিবেশ নষ্ট করছে। এসব অশুভ ছায়া দূর করতে চলচ্চিত্র ফোরাম গঠন করা হয়েছে।’

জন্মদিন উদযাপনের দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমী এসব কথা বলেন। চলচ্চিত্র ফোরামের উদ্যোগে তার জন্মদিন উদযাপন করা হয় জাজ মাল্টিমিডিয়া অফিসে।

এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতির কড়া সমালোচনা করে মৌসুমী বলেন, ‘শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। ওরা এটা না করে সমস্যা পাশ কাটিয়ে ফুল দেওয়া ও চামচামিতে ব্যস্ত। আমার কাছে মনে হয়েছে এসব করার দরকার আছে, লিয়াজোঁ মেইনটেইন করার দরকার আছে, কিন্তু সবার আগে দরকার শিল্পীর স্বার্থ রক্ষা করা। এই সমিতি সেটা করছে না।

এমটিনিউজ/এসবি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে