মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ০২:১১:৩৬

দুর্দান্ত অ্যাকশনে সালমান, ট্রেলারে এক ঝলক

দুর্দান্ত অ্যাকশনে সালমান, ট্রেলারে এক ঝলক

বিনোদন ডেস্ক : দীর্ঘ ৫ বছরের বিরতি। অবশেষে আবারো একসঙ্গে রুপালি পর্দায় আসছেন বলিউডের অন্যতম আলোচিত জুটি সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে। অনস্ক্রিনে এই জুটিকে দর্শকরা খুবই পছন্দ করেন। অফস্ক্রিনেও তাদের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই।
 
ছবির শ্যুটিং শুরু থেকে 'ভাইজান'-এর ছবি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। অবশেষে মুক্তি পেল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেলার। ৩ মিনিট ১৪ সেকেন্ডের রুদ্ধশ্বাস ট্রেলার দেখতে দেখতে কিছুটা ধারণা করেই ফেলতে পারেন কতটুকু ধুন্ধমার অ্যাকশন মুডে আসছেন সালমান।

উল্লেখ্য, ‘টাইগার জিন্দা হ্যায়’ ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সালমানের ‘এক থা টাইগার’ সিনেমার সিক্যুয়াল। এক থা টাইগার পরিচালনা করেন কবির খান। আর নতুন সিক্যুয়ালটি সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। আর প্রযোজনায় আদিত্য চোপড়া।
 
রাজনৈতিক-থ্রিলারধর্মী অ্যাকশন দৃশ্যে দেখা যাবে ক্যাটরিনা-সালমানকে। আসছে ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে