মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ০২:১৪:৩৭

শাহরুখ-রণবীর-সুশান্তের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, কোথায়, কেন?

শাহরুখ-রণবীর-সুশান্তের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, কোথায়, কেন?

বিনোদন ডেস্ক : ডিসেম্বর ২০১৮ আসতে দিন, তারপর দর্শকরা দেখবেন শাহরুখ খান-রণবীর সিংহ-সুশান্ত সিংহ রাজপুতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। কারণ, ওই বছরের ক্রিসমাসে একসঙ্গে পর্দায় মুক্তি পাচ্ছে এই তিন তারকার ছবি।

সূত্রের খবর, শাহরুখ অভিনীত আনন্দ এল রাইয়ের নামহীন ছবি, রোহিত শেট্টির জনপ্রিয় তামিল ছবির রিমেক যেখানে রয়েছেন রণবীর এবং সুশান্তের কেদারনাথ ২০১৮ সালের ডিসেম্বরে একইদিনে মুক্তি পাচ্ছে।

যদিও আনন্দ এল রাই এবং রোহিত শেট্টির তরফে তাঁদের ছবি মুক্তির তারিখ এখনও নিশ্চিত করা হয়নি, কিন্তু কানাঘুষোয় শোনা যাচ্ছে, একই দিনে পর্দায় আসছে এই ছবিগুলো। তবে জল্পনা যদি সত্যি হয়, তাহলে প্রতিযোগিতা কঠিন হবে। কারণ, কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন সেফ-কন্যা সারা।

এদিকে দীর্ঘদিন পর একেবারেই অন্য ধরনের ছবি করতে চলেছেন শাহরুখও। আর রোহিত-রণবীর জুটির অ্যাকশন ছবি থেকে বক্সঅফিস প্রত্যাশাও যথেষ্ট।

তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশেষে কে জিতবেন, কার জায়গা হবে দর্শক-হৃদয়ে সেটা সময়ই বলে দেবে। এর আগে ২০১৫ সালে সঞ্জয় লীলা বনশালীর বাজিরাও মস্তানি এবং রোহিত শেট্টির দিলওয়ালে একইদিনে মুক্তি পেয়েছিল। তবে বক্সঅফিসে জিতেছিলেন বনশালীই।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে