মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ০৪:৫৩:৪৯

অবশেষে বিদায় জানালেন রণবীর সিং

অবশেষে বিদায় জানালেন রণবীর সিং

বিনোদন ডেস্ক :   অনেক দিনের ভালোবাসা, সযত্নে তাঁকে মাথায় করে রেখেছিলেন, আগলে আগলে। তাই হঠাৎ করে বিদায় জানাতে হলে কষ্ট হয় বৈকি। তবু বিদায় দিতেই হল। 'পদ্মাবতী' জনসমক্ষে আসার আগেই, শেষমেষ আলাউদ্দিন খলজির মাথাভরা লম্বা চুলকে বিদায় জানালেন রণবীর সিং।

ছেঁটে ফেলার আগে শেষবেলায় লম্বা চুল নিয়ে নানান সব কায়দা কানন করে ছবি ও ভিডিও তুলেছেন খলজি রূপী রণবীর। তবে লম্বা চুলকে ত্যাগ করলেও তা যে একেবারে ছেঁটে ফেলেছেন তেমনটা নয়। নতুন হেয়ারস্টাইলে নিজের চুলকে মিডিয়াম লেন্থে রেখেছেন রণবীর।

তবে চুল কাটার সময় হেয়ার স্টাইলিশ যখন তাঁর ঘন লম্বা আদরের চুলে একেবারে নির্দয় হয়ে কাঁচি চালাচ্ছিলেন সেসমব ছবি ও ভিডিও সযত্নে তুলে রেখেছেন রণবীর। সেসব নিজেই আবার ভক্তদের জন্য ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। --জি নিউজ

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে