বিনোদন ডেস্ক : বাহুবলীর নায়িকা ভারতের তারকা ক্রিকেটারের ব্যক্তিত্বে 'বোল্ড' হয়ে গিয়েছিলেন। ভাবছেন সেই ক্রিকেটার হাল আমলের বিরাট কোহলি বা শচীন টেন্ডুলকার। যদি তেমন কিছু ভাবেন তবে আপনি ভুল ভেবেছেন।
তিনি আর কেউ নন, ব্যাটিং খুটি খ্যাত ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। 'দ্য ওয়াল' নামেই যিনি জনপ্রিয় ছিলেন ক্রিকেট বিশ্বে পরিচিত। অনুষ্কা শেট্টি আবার দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী। বাহুবলী মতো ছবিতে অভিনয় করেছেন।
বাহুবলী ২-এর ভিস্যুয়াল এফেক্টস সবার মুখে মুখে ফিরেছে। ছবির চরিত্রগুলোও জনমানসে প্রভাব ফেলেছে। বাহুবলী ২-এর নায়ক প্রভাসের জনপ্রিয়তা আকাশছোঁয়া। দেবসেনার ভূমিকায় অভিনয় করা অনুষ্কা শেট্টিও নজর কেড়ে নিয়েছেন সবার।
সোশ্যাল সাইটে অনুষ্কার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। এ হেন অনুষ্কা একটি তেলগু ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন তার প্রিয় ক্রিকেটারের নাম।
সুন্দরী অভিনেত্রী খুল্লমখুল্লা জানিয়ে দিয়েছেন, একসময়ে তিনি দ্য ওয়াল'-এর প্রেমে মজেছিলেন। দ্রাবিড় এখন ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ছেলেবেলা থেকে যার খেলা দেখে বড় হয়েছেন, সেই ক্রিকেটারকে ভুলে যাবেন কী করে অনুষ্কা?
ভোলেনওনি তিনি। তাই তো ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে অনুষ্কা বলেছেন, ''রাহুল দ্রাবিড় আমার ফেভারিট ক্রিকেটার। এক সময়ে দ্রাবিড়ের প্রেমেও পড়ে গিয়েছিলাম।''
বলিউড ও ক্রিকেট হাত ধরাধরি করে চিরকাল হেঁটেছে। এখনও সেই ধারা অব্যাহত। অনুষ্কার মতো জনপ্রিয় অভিনেত্রীও যে তারকা ক্রিকেটারের প্রেমে পড়বেন, তার মধ্যে অস্বাভাবিকত্বের কী আছে!
এমটিনিউজ/এসএস