মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ০৬:৪৮:৫৯

থাইল্যান্ডে জমেছে রোমান্স, শাকিবের সঙ্গে নুসরাত

থাইল্যান্ডে জমেছে রোমান্স, শাকিবের সঙ্গে নুসরাত

বিনোদন ডেস্ক : কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত একটি ছবিতে অভিনয় করছেন ঢালিউড কিং শাকিব খান। ওই ছবিতে শাকিবের নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা।

নাম ঠিক না হওয়া এই ছবিটির শুটিং বর্তমানে চলছে থাইল্যান্ডে। সেখানে শাকিবের সঙ্গে রয়েছেন কলকাতার নায়িকা নুসরাতও। জানা গেছে, তারা সেখানে গানের দৃশ্যে অভিনয় করছেন।

শুটিং চলাকালীন একটি ছবিতে শাকিব-নুসরাতকে বেশ উৎফুল্ল দেখা গেছে। এই ছবির শুটিংয়ের জন্য ৪ নভেম্বর ঢাকা ছেড়েছেন শাকিব। যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, লম্বা সফরে যাচ্ছেন থাইল্যান্ডে। সেখানে টানা শুটিং করবেন ২০ তারিখ পর্যন্ত। এরপর দেশে ফিরবেন।

শাকিব আরো জানিয়েছিলেন, ‘দেশের বাইরে শুটিং করলে লোকেশান একটা বৈচিত্র্য পাওয়া যায়। দর্শকদের কথা ভেবে আমরাও চেষ্টা করছি ছবিতে নানারকম বৈচিত্র্য যোগ করার। সে কারণেই থাইল্যান্ডে শুটিং হচ্ছে। আশা করছি, দর্শকেরা নতুন কিছু পাবেন।’

গেল মার্চে নির্মাণের শুরু থেকেই ছবির নাম এবং শাকিবের লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। ওপারের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত ওই ছবিটি পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজিব বিশ্বাস, যিনি এর আগে দেব অভিনীত সুপারহিট ছবি খোকা ৪২০ এবং লাভ এক্সপ্রেসের নির্মাতা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে