মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ০৭:০৭:৩৫

ক্যাটরিনার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি সালমান খানের

ক্যাটরিনার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি সালমান খানের

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে টাইগার জিন্দা হ্যায় সিনেমায় অভিনয় করছেন সালমান খান। সিনেমাটিতে এ জুটির একটি ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য রাখতে চেয়েছিলেন নির্মাতারা। রাজি হননি সালমান।

সুত্র জানায়, সবাই চাইছিলেন শুধু একবার, একটিবারের জন্য সালমান তার চুমু না খাওয়ার শর্ত ভঙ্গ করুক। কারণ দৃশ্যটি সিনেমার জন্য খুবই গুরুত্পূর্ণ ছিল এবং অবশ্যই এর আরেকটি কারণ ক্যাটরিনা।

তবে, সালমান প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। পরিচালক আলী আব্বাস এ অভিনেতাকে রাজি করানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাতে কাজ হয়নি। পরবর্তীতে দৃশ্যটি বাদ দেয়া হয়।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন এর কলাকুশলীরা। চলতি বছর ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে