বুধবার, ০৮ নভেম্বর, ২০১৭, ১১:২১:২১

শেষ পর্যন্ত অপুকে নিয়ে সেই গুঞ্জনই সত্যি হলো!

 শেষ পর্যন্ত অপুকে নিয়ে সেই গুঞ্জনই সত্যি হলো!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী অপু বিশ্বাস। বছরখানেক ধরে তাকে নিয়ে আলোচনা যেন ফুরচ্ছেই না। আবারো তিনি প্রসঙ্গে। ‘নতুন চলচ্চিত্র দিয়ে ফিরছেন অপু বিশ্বাস’—এমন শিরোনামে কিছুদিন আগে খবর ছেপেছিল দেশের অনেক গণমাধ্যম। তবে বিষয়টি অপু বিশ্বাস গুঞ্জন বলেই কাটিয়ে যান। আগের চুক্তিবদ্ধ ছবিগুলোতেই অভিনয় করছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো।
 
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু। তবে যে ছবিগুলোতে চুক্তির কথা শোনা যাচ্ছিল সেগুলোতে নয়। ইমপ্রেস টেলিফিল্মের ‘কানাগলি’-তে চুক্তিবদ্ধ হলেন অবশেষে অপু। তিনি বলেন, ‘গত রবিবার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলাম। বিস্তারিত এখনও জানানো যাচ্ছে না। আরও অনেক আয়োজন এখনও বাকি। শুটিংয়ের আগে হয়তো এটি নিয়ে বিস্তারিত জানাতে পারবো।’
 
এতদিন পর নতুন ছবিতে চুক্তির প্রসঙ্গে অপু আরও বলেন, ‘এটি আসলেই ভালোলাগার মতো একটি সংবাদ। কারণ অনেকদিন কোনো ছবির চুক্তিপত্রে স্বাক্ষর করা হয় না। ইমপ্রেসের সাথে নতুনভাবে কাজের অভিজ্ঞতাটা ভালো হবে আশা করি।’
 
সম্প্রতি নতুন ছবিতে চুক্তির যে আলোচনা ছড়িয়েছিল সেই প্রসঙ্গ বলতে গিয়ে অপু বলেন, ‘যে ছবিগুলোতে চুক্তিবদ্ধের আলোচনা ছিল সেগুলোর সাথে প্রাথমিক কথা হলেও চুক্তিবদ্ধ হওয়া হয়নি। অবশেষে ‘কানাগলি’ ছবিতে চুক্তিবদ্ধ হলাম। আগামী জানুয়ারিতে ছবির শুটিং শুরু হবে।’
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে