বুধবার, ০৮ নভেম্বর, ২০১৭, ১১:৪৩:৪৭

ওমর সানীর কাছে সেলিব্রেটি এই বৃদ্ধা, কারণ জানালেন নিজেই

 ওমর সানীর কাছে সেলিব্রেটি এই  বৃদ্ধা, কারণ জানালেন নিজেই

বিনোদন ডেস্ক : নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক ওমর সানী। এখনো তার জনপ্রিয়তা বহমান রয়েছে সমানতালে। কিন্তু এই নায়কের কাছে সেলিব্রেটি এক বৃদ্ধা।

সবাই যখন ওমর সানীর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত, তখন সেই বৃদ্ধার সঙ্গে ওমর সানী নিজেই ছবি তুলে ফেসবুকে প্রকাশ করেছেন। বাকিটা জেনে নিন ওমর সানীর কাছ থেকেই।

ওমর সানী তার ফেসবুক পাতায় লিখেন, কিছু স্মৃতি কিছু মুহূর্ত হৃদয়ে আজীবন থেকে যায়। মাঝে মাঝে দু’চোখে ভেসে ওঠে বাস্তবের মতো। তেমনি একটি মুহূর্ত এই বৃদ্ধার সঙ্গে। এই বৃদ্ধার বয়স আনুমানিক ১০০ বছরের কাছাকাছি।

আমি একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলাম মেহেরপুর জেলার মুজিবনগরে। এই বৃদ্ধা কিভাবে যেন জানতে পারে আমার কথা, চলে আসে ইন্ডিয়ার বর্ডারের কাছে এক গ্রাম থেকে। আমাকে জড়িয়ে ধরে প্রাণভরে দোয়া করেন, আবেগে কেঁদে ফেলেন।

বৃদ্ধার সঙ্গে ওমর সানী নিজেই সেলফি তুলেছেন জানিয়ে লিখেন, উনি এসেছিলেন শুধুমাত্র আমাকে দেখার জন্য, দোয়া করার জন্য, সেলফি তোলার জন্য না। এই ভালোবাসা দেখে আমি আবেগআপ্লুত হয়ে যাই। উনি হয়ে যান আমার কাছে ভালোবাসার সেলিব্রেটি।

তাইতো আমিই উনার সঙ্গে সেলফি তুলি, আর কিছু ছবি ক্যামেরাবন্দি করি। এমন ভালোবাসা যে, আমার শিল্পীজীবনের অনেক বড় পাওয়া।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে