বুধবার, ০৮ নভেম্বর, ২০১৭, ১১:৪৮:২৪

সুস্থ আছেন, বৃহস্পতিবার দেশে ফিরছেন ডিপজল

সুস্থ আছেন, বৃহস্পতিবার দেশে ফিরছেন ডিপজল

বিনোদন ডেস্ক : হার্টে বাইপাস অস্ত্রোপচারের পর চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এখন সুস্থ আছেন। তার মেয়ে অলিজা মনোয়ার গতকাল মঙ্গলবার ফেসবুকের মাধ্যমে তেমনটাই জানিয়েছেন।

সিঙ্গাপুর থেকে ডিপজলের দেশে ফেরার খবরও জানিয়েছেন তার কন্যা ওলিজা মনোয়ার। ওলিজা বলেন, ‘বাবা এখন সুস্থ আছেন। যারা বাবার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন তাদেরকে ধন্যবাদ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে তাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরব।’

গত ৩০ অক্টোবর সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডিপজলের হার্টে বাইপাস অস্ত্রোপচার করা হয়। এর আগে গত ১৯ সেপ্টেম্বর বিকেলে বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। এরপর গত ২৫ সেপ্টেম্বর ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একাধিক ব্লক পাওয়া যায়।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে