বিনোদন ডেস্ক : আলোচিত নায়ক অনন্ত জলিল অস্ট্রেলিয়ার সিডনিতে একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন। প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন 'ব্লাস অ্যান্ড বিউটি' নামের ওই পার্লারটি স্থানীয় সময় রবিবার দুপুরে সিডনির রকডেলে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, ‘প্রবাসে আবাসন সমস্যা ও কর্মব্যস্ততার পাশাপাশি প্রবাসীদের মধ্যে রূপ সচেতনতা বাড়ছে। আমি ব্লাস অ্যান্ড বিউটি পার্লার ও সাফল্য কামনা করছি। ’
বিউটি পার্লারটির অন্যতম কর্ণধার শায়লা শারমিন নিপা বলেন, ‘সাজতে পছন্দ এমন নারীরা এখন থেকে মানসম্মত বিউটি ও হেয়ার ট্রিটমেন্টের পাশাপাশি মনের মতো করে সাজতে পারবেন এখানে। ’
তানিম মান্নানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্থহীন ব্যান্ডের সুমন, ডিজে রাহাত, ‘স্বাধীন কণ্ঠ’ সম্পাদনা পরিষদের সভাপতি কাজী আরমান, ‘বাংলাদেশ নাইটস’ এর ফয়সাল ফরিদ, ‘সেঞ্চুরি ২১’ প্রতিষ্ঠানটির প্রধান আজিজ হক এবং প্রপার্টি ও বিজনেস ডেভেলপমেন্টের ব্যবস্থাপক আলম তপনসহ প্রবাসী বাংলাদেশিরা।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস