বুধবার, ০৮ নভেম্বর, ২০১৭, ০৩:৩৪:৩৫

'ভাইয়ের ওপর নির্ভর করছে'

'ভাইয়ের ওপর নির্ভর করছে'

বিনোদন ডেস্ক : ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা কে হবেন? এমন প্রশ্নের উত্তরে পরিচালক হিমেল আশরাফ বলেন, ভাইয়ের উপর নির্ভর করছে নায়িকা কে হবেন।

‘ভাই’ কে প্রথমে বুঝতে সমস্যা হলেও, খানিক পরেই বোঝা যায় তিনি আর কেউ নন, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সিনেমাটির নায়ক ও প্রযোজকও তিনি।

অসংখ্য জনপ্রিয় সিনেমার নায়ক শাকিব খান। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিত হয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন কোনো সিনেমা হচ্ছিল না। তবে এবার আট-ঘাট বেঁধেই নতুন করে চলচ্চিত্র প্রযোজনায় নামছেন শাকিব খান। গতকাল পরিচালক সমিতিতে ‘প্রিয়তমা’র নাম নিবন্ধন করা হয়।

এ প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘আগামী মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করেছি। নায়িকা বাংলাদেশ থেকেই নেয়া হবে। তবে শাকিব ভাই যেহেতু প্রযোজক তাই তিনি ফাইনাল সিদ্ধান্ত নেবেন নায়িকা কে হবেন।’

তিনি আরো বলেন, ‘সিনেমার গল্প ভালো লেগেছে বলেই শাকিব ভাই কাজটি করছেন। তা ছাড়া অন্য প্রযোজক এমন একটি গল্প যত্ন নিয়ে নির্মাণ করবেন কিনা এ নিয়েও তিনি দ্বিধায় ছিলেন। এজন্য নিজেই সিনেমাটি প্রযোজনা করছেন। চলতি মাসে শাকিব ভাই দেশে ফিরলে আমরা তার সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানাব।’

‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে