বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০১৭, ০৪:১১:৩২

শাবনাজের কারণে মৌসুমী

শাবনাজের কারণে মৌসুমী

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুতেই অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সবাইকেই ‘না’ করে দিয়েছিলেন মৌসুমী।

মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু শাবনাজের ‘চাঁদনী’ মুক্তি পাওয়ার পরই সিদ্ধান্ত বদল করেন। সিদ্ধান্ত নেন অভিনয়ই করবেন।

মৌসুমী বলেন, “চলচ্চিত্রে অভিনয়ের সাহস পেয়েছি শাবনাজের কারণে। তাঁর অভিনীত ‘চাঁদনী’ ব্লকবাস্টার হিট হয়। দর্শকরাও লুফে নেয় তাঁকে। সেই ছবি দেখেই আমার অনুপ্রেরণা জাগে। বুঝতে পারি দর্শকরা নতুন নায়িকা চায়। সেই সুযোগটা কাজে লাগিয়েই আমি আজকের মৌসুমী। ”
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে