বিনোদন ডেস্ক : নির্মাতা অমিতাভের পরিচালনায় এবার একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন নাবিলা। এর আগে একই পরিচালকের চলচ্চিত্র 'আয়নাবাজি' তুমুল আলোচনায় আসেন নাবিলা।
ফের অমিতাভ রেজার পরিচালনায় নাবিলা , বৃহস্পতিবার বিজ্ঞাপনটির শুটিং চলছে। অমিতাভ রেজার নির্দেশনায় তৃতীয় বারের মতো বিজ্ঞাপনের মডেল হলেন নাবিলা। জানা ছে নতুন এই বিজ্ঞাপনটি বেসরকারি মোবাইল অপারেটর 'রবি’র বিজ্ঞাপন।
নাবিলা বলেন, অমিতাভ ভাইয়ের সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করছি। অনেক দিন পর আবারো তার সঙ্গে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। আমার কাছে তিনি বরাবরই অন্যদের চেয়ে ব্যতিক্রম। কারণ তিনি অনেক সহজে কাজ আদায় করে নিতে পারেন।
আমিও চেষ্টা করি তার চাওয়া অনুযায়ী কাজ করতে। অন্যদিকে নাবিলা ফের টিভি পর্দায় আরো একটি অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন। আগামী ১৪ই নভেম্বর থেকে এই অনুষ্ঠানের শুটিং শুরু হবে।
এমটিনিউজ২৪.এম.জে/এস