শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ১২:৪৪:৩৮

পরিচালক আমার বুকের দিকে তাকিয়ে ছিল : বিদ্যা বালান

পরিচালক আমার বুকের দিকে তাকিয়ে ছিল : বিদ্যা বালান

বিনোদন ডেস্ক : হার্ভে ওয়েনস্টাইন আগুনের ফুলকি ছড়িয়ে দিয়েছেন বারুদের স্তূপে। তাঁর কুকীর্তি ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন সিনে ইন্ডাস্ট্রির মুখোশ খুলছে। বাকি নেই হিন্দি সিনেমার দুনিয়াও। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা বালান।

ঘটনাটা কী ছিল?

কেরিয়ারে নিজের শারিরীক হেনস্তার কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, এরকম পরিস্থিতির শিকার তিনিও হয়েছিলেন। সে সময় একেবারে নতুন তিনি। বাবাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন অডিশনে। সেখানেই তিনি দেখেন, এক পরিচালক সবসময় তাঁর বুকের দিকে তাকিয়ে আছে।

স্বাভাবিকভাবেই একজন মেয়ের কাছে এই পরিস্থিতি রীতিমতো অস্বস্তিকর। কিন্তু বিদ্যা চুপ করে থাকেননি। মুখের উপর জানতে চেয়েছিলেন, কী দেখছেন? তাতেই হকচকিয়ে যান ওই ব্যক্তি। সেদিন বাবাকে অবশ্য ঘুণাক্ষরেও কিছু জানতে দেননি বিদ্যা।

তাতে বাবা ভেঙে পড়তে পারতেন। কিন্তু সেদিনের ঘটনা আজও ভোলেননি নায়িকা। আজ তাই সকলেই যখন এই ধরণের হেনস্তা নিয়ে সরব, তখন তার জীবনে ঘটা একমাত্র ঘটনাটির কথাও তুলে এনেছেন বিদ্যা।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে