শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ১২:৫২:৫৬

নায়কের প্রেমে পাগল হয়ে তরুণীর আত্মহত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ বরুণ ধাওয়ান

নায়কের প্রেমে পাগল হয়ে তরুণীর আত্মহত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক : পর্দায় ‘জাবরা ফ্যান’-এ খপ্পরে পড়েছিলেন শাহরুখ খান। আর বাস্তব অভিজ্ঞতা হল তার জুনিয়র বরুণ ধাওয়ানের। পরপর হিট দিয়ে খ্যাতির শীর্ষে বরুণ। ইতিমধ্যেই ‘জুড়ুয়া ২’ হয়ে সালামন খানের জুতোয় পা গলিয়ে ফেলেছেন।

দর্শকদের পছন্দও হয়েছে তার এই নয়া অবতার। ছবি সুপারহিট। ফল হিসাবে নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন বরুণ। খ্যাতির শীর্ষে পৌঁছাতে না পৌঁছতেই তার বিড়ম্বনার মুখে পড়তে হল নায়ককে। প্রেম নিবেদনের প্রত্যুত্তরে নায়কের উত্তর না পেলে আত্মহত্যার হুমকি দিলেন তরুণী ‘ফ্যান’।

অযাচিত প্রেমের জ্বালা বেশ কয়েকদিন ধরেই সহ্য করছিলেন বরুণ। কিছুদিন আগেই তিতিবিরক্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে মুম্বাইয়ের সান্তাক্রুজ থানার পক্ষ থেকেও।

থানার এক সিনিয়র অফিসারের কথায় অভিনেতা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই এক তরুণী তাকে হোয়াটসঅ্যাপে প্রেম নিবেদন করছেন। ক্রমাগত মেসেজ পাঠিয়ে বিরক্ত করে যাচ্ছেন। বাধ্য হয়ে বরুণ তাকে ব্লক করে দেন।

ভেবেছিলেন এতেই নিস্তার পাওয়া যাবে। কিন্তু বিপত্তি আরও বেড়ে যায়। কিছুদিন আগেই ওই মেয়েটি ফোন করে বরুণকে হুমকি দেন, হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর না দিলে আত্মহত্যা করবেন তিনি। এরপরই পুলিশে কাছে যান অভিনেতা।

পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বরুণকে ফোন করার পর থেকেই মোবাইলটি সুইচ অফ করা রয়েছে। মোবাইলের লোকেশন জানার চেষ্টা করছে পুলিশ। তা জানতে পারলেই মেয়েটির পরিচয় জানা যাবে বলে মনে করা হচ্ছে।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে