শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ০৫:০৫:৩০

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনম কাপুর! পাত্র কে জানেন?

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনম কাপুর! পাত্র কে জানেন?

বিনোদন ডেস্ক : এবার বাগদান পর্ব সেরে ফেলতে চলেছেন সোনম কাপুর। ২০১৮ সালেই নাকি আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিল-কন্যা।

বি টাউনে গুঞ্জন, ২০১৮ সালের মার্চ কিংবা এপ্রিলে আনন্দ আহুজার সঙ্গে বাগদান পর্ব সারতে চলেছেন সোনম। তার জন্য নাকি ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে।

সোনমের সঙ্গে আনন্দ আহুজাকে একাধিক জায়গায় দেখা গেলেও, তারা কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। শুধু তাই নয়, 'বর্তমানে শুধু কাজ নিয়েই ব্যস্ত। আর কিছু এই সময়ে ভাবছেন না' বলেও মন্তব্য করেন অনিল কাপুরের মেয়ে।

প্রসঙ্গত, নীরজার জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন সোনম কাপুর। ওই সময় অনিল কাপুরের সঙ্গেও দেখা যায় আনন্দ আহুজাকে। বর্তমানে বীর দি ওয়েডিং-এর শ্যুটিংয়ে ব্যস্ত সোনম কাপুর। ওই সিনেমায় সোনমের সঙ্গে রয়েছেন করিনা কাপুর খান এবং স্বরা ভাস্কর।  

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে