শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ০৮:১১:৩৭

আবারো বিয়ের পিড়িঁতে কারিশমা!

আবারো বিয়ের পিড়িঁতে কারিশমা!

বিনোদন ডেস্ক : কারিশমা কাপুর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। অনেকেই লোলো নামে ডাকেন এই অভিনেত্রীকে। শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে কারিশমা নিজেকে চলচ্চিত্রের একজন নেতৃস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে পারেন নি। এরই মধ্যে শোনা যাচ্ছে আবারও বিয়ে করতে যাচ্ছেন বলিউড ডিভা কারিশমা কাপুর। পাত্র তারই বন্ধু সন্দীপ তোশনিওয়াল। সম্প্রতি সন্দীপের ডিভোর্স হয়ে গেছে। আর এতেই খুলছে দুই বন্ধুর সংসার শুরুর দুয়ার। এমনই গুঞ্জন শুরু হয়েছে বি টাউনে।

জানা যাচ্ছে, স্ত্রী আরশিতার সঙ্গে বিচ্ছেদ হয়েছে সন্দীপের। আর তারপর থেকেই কারিশমার সঙ্গে আরও বেশি করে দেখা যাচ্ছে তাকে। তার জেরেই ছড়াচ্ছে গুঞ্জন। শোনা যাচ্ছে, শিগগির কারিশমার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সন্দীপ। তবে কবে নাগাদ ওই ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হবে কারিশমার সেটি এখনো স্পষ্ট নয়।

এদিকে কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। কিন্তু সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও, কারিশমা কিন্তু বিয়ের পিঁড়িতে বসেননি। দুই সন্তানকে নিয়ে বেশ ভালো আছেন এবং সময় মতো জীবনের সব সিদ্ধান্ত নেবেন বলেও সম্প্রতি মন্তব্য করেন কারিশমার বাবা রণধীর কাপুর।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে