বিনোদন ডেস্ক: সেই ২০১০ সালের মুক্তি পেয়েছিল তুমুল জনপ্রিয় হিন্দি সিনেমা 'দাবাং'। সালমানের বিপরীতে অভিনেত্রী সোনাক্ষী সিনহা বলিউডে পা রেখেছিলেন তখনই। তখন থেকে পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১২ সালে দাবাং-২ তেও অভিনয় করেন তিনি। তবে যে সব ছবির জন্য সোনাক্ষীর আজকের সফলতা, সেসব ছবিকেই তিনি সমালোচনা করেছিলেন।
এই সমালোচনার রেশ ধরেই সালমানের সাথে মনমালিন্যের গুজব ছড়িয়ে যায়। কথা ছড়ায়, দাবাং-৩ এ তিনি অভিনয় করছেন না।
কিন্তু সব গুজব উড়িয়ে দিয়ে 'দাবাং-৩' চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে ডিএনএ ইন্ডিয়াকে শতভাগ নিশ্চয়তা দেন সোনাক্ষী। সোনাক্ষী বলেন, ‘আমার চলার রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি তার (সালমান) প্রতি কৃতজ্ঞ। আজ আমি তারকা হয়ে উঠেছি শুধু দাবাংয়ের কারণে এবং সালমান আমার মধ্যে যে বিশ্বাসটা তৈরি করে দিয়েছেন, তার কারণে। রাজ্য (দাবাংয়ে তার চরিত্রের নাম) সব সময় দাবাংয়ের অংশ হয়ে থাকবে।’
২০১৮ সালের মাঝামাঝি সময়ে দাবাং-৩ চলচ্চিত্রের শুটিং এর খবরের সত্যতাও নিশ্চিত করেন সোনাক্ষী। লোকজনের কুকথায় আর কোন গুরুত্ব দিবেন না বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি সোনাক্ষীর 'ইত্তেফাক' ছবিটি মুক্তি পেয়েছে। তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও অক্ষয় খান্না।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস