শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ০৪:৫৩:৩০

'দে নারে নিভিয়ে রাতের বাতি, আয়নারে দু'জনে আজকে মাতি'-নায়লা নাঈম!

'দে নারে নিভিয়ে রাতের বাতি, আয়নারে দু'জনে আজকে মাতি'-নায়লা নাঈম!

বিনোদন ডেস্ক: 'দে নারে নিভিয়ে রাতের বাতি, আয়নারে দু'জনে আজকে মাতি'- এমন কথার আইটেম গানটিতে কোমর দুলিয়ে এফডিসি মাতালেন নায়লা নাঈম। শুটিংয়ে নায়লাকে দেখা গেছে আবেদনময়ীরূপে।
 
সুদীপ কুমার দ্বীপের গানের কথার মতোই লাস্যময়ী হিসেবে তাকে দেখা গেছে। এটি দেবাশীষ বিশ্বাসের নতুন সিনেমা 'চল পালাই' এর আইটেম গান। এফডিসির কড়ইতলায় এই গানের শুটিং শুরু হয়েছে। এই আইটেম গানটির শুটিং হয় দুই দিন। আইটেম গানে কণ্ঠ দিয়েছেন মুন। সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।  

পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, 'আইটেম গানটি সিনেমায় নতুন সংযোজন। দুদিন ধরে শুটিং হয়েছে এফডিসির কড়ইতলায়। চমৎকার সেটে শুটিং হয়েছে।
নায়লার পারফর্ম এক্সপেক্টেড ছিল। আশা করি, সিনেমার সাথে এই আইটেম গান দর্শকদের আন্দোলিত করবে। '

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র 'চল পালাই'। মূল ভূমিকায় অভিনয় করছেন শিপন, তমা মির্জা ও শাহ রিয়াজ। আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, শিমুল খান, জাদু আজাদ, আহমেদ শরীফ প্রমুখ।  

আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। সিনেমাতে চমক হিসেবে থাকছে নায়লার এই আইটেম গানটি। সিনেমার বাকি কাজগুলো ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে