শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ০৫:৫৮:৫১

ওয়াজ মাহফিলের প্রধান অতিথি অনন্ত জলিল

ওয়াজ মাহফিলের প্রধান অতিথি অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: ঢালিউডের কিছু সিনেমায় অভিনয়ের পর তাবলীগ জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে ইসলামী জীবনধারণ শুরু করা অনন্ত জলিল ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকছেন তিনি। আগামী ১৭ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে আয়োজিত ওই ওয়াজ মাহফিলের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১৭ তারিখ বাদ আছর শুরু হওয়া ওই মাহফিলের পোস্টারে লেখা হয়েছে, আদাবর ১৭বি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এম. এ জলিল অনন্ত। ওই ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবাহ্।

এলাকার ‘যুবসমাজ’র উদ্যোগে আয়োজিত ওই মাহফিলে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফেসবুকে ওই মাহফিলের পোস্টার ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই নানা ক্যাপশনে ছবিটি শেয়ার করছেন। আরাফাত মাহমুদ নামের এক ফেসবুক ব্যবহারকারী পোস্টারটি শেয়ার করে লিখেছেন, অনন্ত ভাই এবার মাহফিলের প্রধান অতিথি!

জাহিদুল ইসলাম নামের এক ব্যবহারকারী লিখেছেন, চলচ্চিত্রের পথ থেকে বেরিয়ে এবার ইসলামের পথে ফিরলেন অনন্ত জলিল।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে