শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ০৬:১৪:৫৭

ছিনতাইকারীর কবলে মনিরা মিঠু, আহত শ্যামল মাওলা

ছিনতাইকারীর কবলে মনিরা মিঠু, আহত শ্যামল মাওলা

অভিনেত্রী মনিরা মিঠু ও অভিনেতা শ্যামল মাওলা ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা মনিরা মিঠুর গলায় চাপাতি ঠেকিয়ে হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে গেছে। এ কারণে ভীষণ মন খারাপ তার। গতকাল শুক্রবার (১০ নভেম্বর) রাতে ফোক ফেস্ট থেকে ফেরার পথে উত্তরার আজমপুরের কাবাব ফ্যাক্টরীর এমন দুর্ঘটনার শিকার তারা।

মুনীরা মিঠু বলেন, ‌‘ফোক ফেস্ট থেকে ফিরছিলাম। ছোট ভাই রনিকে বলেছিলাম উত্তরা আজমপুরে নামিয়ে দিতে। আমি আর শ্যামল মাওলা চলে যাই রিক্সা নিয়ে। আমরা যখন রিক্সা নিয়ে কাবাব ফ্যাক্টরীর মোড় পার হলাম হঠাৎ গলায় কি যেন ঠেকলো, ঘাড় নাড়াতেই দেখি আমার গলায় চাপাতি ধরে ৩ জন ছিনতাইকারী দাঁড়িয়ে আছে।’

তিনি আরো বলেন, ‘শ্যামল একটু দূরে দাঁড়িয়ে অনবরত চিৎকার করছে। ছিনতাইকারীরা শ্যামলের হাকডাকে ভয় পেয়ে আমার ব্যাগটা নিয়ে চলে গেল। ন্যাশনাল আইডি কার্ড, এটিএম কার্ড আর কিছু টাকা নিয়ে গেছে। কিন্তু মোবাইলটা শ্যামল রক্ষা করেছেন এবং চাপাতির কোপ থেকেও সেও বেঁচে গেছে।’

শ্যামল মাওলা বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২ টা নাগাদ এমন ঘটনা ঘটে। আমি সামান্য আঘাত পেয়েছি। আমি এবং মিঠু আপা দুজনই আজ শুটিং করছি, সেজন্য থানায় জিডি করার সময় পাইনি। তবে ফ্রি হয়ে করে ফেলবো।’
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে