রেহেনা আক্তার রেখা: সম্প্রতি শাকিব অপুর বিচ্ছেদের গুঞ্জণ ছড়িয়ে পড়েছে সারাদেশে। সংবাদপত্রের পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে সুপারস্টার শাকিব খানের সাথে অপু বিশ্বাসের বিচ্ছেদের খবরা খবর। এই সংবাদ কতটুকু সত্য সেই বিষয়ে এখনো কোন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে শাকিব অপুর বিচ্ছেদের ঘটনা শুনে অপুর বিশ্বাসের অনেক ভক্ত দুঃশ্চিন্তায় ভোগছেন।একটু আগে অপু বিশ্বাসের ফেইসবুক ফ্যান পেইজে দেখা গেল শাকিব অপুর দ্বন্ধ নিরসণে অপু বিশ্বাসের এক ভক্ত জনপ্রিয় অভিনেতা ওমর সানিকে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন, চিঠিতে লিখা আছে,
প্রথমেই সালাম জানাই, আপনাকে ও মৌসুমী আপুকে। যে কোন লোক বিনা বাক্যে স্বীকার করবে ওমর সানি ও মৌসুমী দেশের অন্যতম সফল জুটি ও সুখী দম্পতি, এবং যা সবার জন্য ঈর্ষনীয়ও বটে। কয়েক দিন আগে আপনি আপনার শাশুড়ীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। আমার মনে হয়, আপনার আহবানে সাড়া দিয়ে সবাই আল্লাহর কাছে দোয়া করেছেন।
আপনার স্বচ্ছ জীবন যাপন ও স্বচ্ছ চলাফেরা সবাইকে মুগ্ধ করে। বিশেষ করে আপনার অকপটে সহজ সরল ও সোজা সাপ্টা কথাবার্তা এক বাক্যে সবাই প্রশংসা করে। আপনার স্ত্রীর প্রতি সম্মান ও সন্তানদের প্রতি যে স্নেহ ভালবাসা তা এক কথায় অতুলনীয় ও সবার জন্য অনুসরনীয়। আমার মনে আছে, আপনি একটা ইন্টারভিওতে এক প্রশ্নের উত্তরে বলছিলেন, “আমি প্রথমে একজন স্বামী হতে চায় ও একজন ভাল বাবাও হতে চাই, কারন আগে তো ঘরটা ঠিক রাখতে হবে, এবং সাথে একজন ভাল অভিনেতা হতে চাই, কারন আমি ভাল অভিনেতা নই” । এই যে, নিজেকে ছোট ভাবা ও জাহির কম করা, যেটার খুবই অভাব বর্তমানের অনেক অভিনেতাদের মাঝে।
অথচ এক সময় আপনি ১নং নায়কও তো ছিলেন, তারপরও আপনার এই বিনম্রতা ও ভদ্রতা আমাদেরকে মুগ্ধ করে। আপনি দুই যুগ ধরে দাপটের সাথে অভিনয় করেও সুপার ষ্টার হওয়ার যোগ্য হওয়ার পরও নিজেকে সাধারন অভিনেতা বলতে স্বাচ্ছন্দবোধ করেন। আপনার মত কিংবদন্তি অভিনেতা সোহেল রানাও একবার বলছিলেন, চল্লিশ বৎসরেরও বেশী সময় অভিনয় করেও নিজেকে সুপার ষ্টার ভাবতে পারিনা। এটাই হল পার্থক্য, আপনাদের জেনেরেশন ও আপনাদের পূর্ববর্তীদের সাথে বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে পার্থক্য। অথচ এখন দেখা যায়, এখনকার শিল্পীরা নিজেই নিজেকে সুপার ষ্টার হিসেবে জাহির করতে গর্ববোধ করে। শিল্পীদের কিভাবে বিনয়ী হতে তা এখনকার শিল্পীদের আপনাদের কাছ থেকে শিখার অনেক বাকী আছে।
বর্তমানে জনপ্রিয় নায়ক আপনার স্নেহের ছোট ভাই শাকিব খান। আপনার পরের প্রজন্মের সবচাইতে সফল জনপ্রিয় জুটি হিসেবে প্রতিষ্ঠা পায় শাকিব খান ও অপু বিশ্বাস। চলচিত্র শিল্পের দুঃসময়ে বেশ কিছু দিন এই জুটি অবদান রেখেছে। এবং দর্শকদের কাছে এই জুটি বেশ জনপ্রিয় হয়। দীর্ঘ দিন পর দর্শকরাও জানতে পারে, তারা বাস্তব জীবনেও জুটি। এবং তাতে দর্শকরাও খুবই উচ্ছ্বসিত হয় ও তাদেরকে বাস্তব জীবনের জুটি হিসেবেও সাদরে গ্রহন করে। আমাদের জানা মতে তারা উভয়ে আপনাকে যথেষ্ট শ্রদ্ধা ও মান্য করে। আজ আমি তাদের উভয়ের অনেক ভক্তদের পক্ষ হয়ে আপনার কাছে একটি নিবেদন করছি। যেটা একমাত্র আপনার পক্ষেই সম্ভব।
চলচিত্রে এই জুটির ন্যুানতম অবদানও যদি থেকে থাকে, তাহলে আমরা সবাই কি একটু এগিয়ে আসতে পারিনা, আমরা ভাঙ্গন নয় একটু জোড়া লাগাতে এগিয়ে আসতে পারিনা, মানুষ তো মানুষের জন্য, হুকুম হবে আল্লাহ রাব্বুল আলামীনের কাছ থেকে, কিন্তু সেটা আমরা চেষ্টা করলেই তো আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ পাক তো দেখেনও আমরা পাশাপাশি লোক গুলোর বিপদে আপদে কতটুকু এগিয়ে আসি। এই ভাবে বলার কারন হল, আপনার কাছ থেকেই তো আমরা আল্লাহর উপর অগাধ ভরসার কথা বলতে শুনি, এবং আপনার কাছ থেকেই তো আমরা মানবিক কথা গুলো শুনতে পাই। আমাদেরকে আরো মুগ্ধ করে যখন দেখি, আপনার বিরোদ্ধে বলার পরও একজন অভিনেতার ভাল দুইটি গুনের কথা আপনাকে অকপটে বলতে।
যাক সে কথা, বর্তমানে আসলে আমরা সকলেই অবগত আছি যে, শাকিব খান ও অপু বিশ্বাস তাদের উভয়ের কিছু ভূল বুঝাবুঝির কারনে বর্তমানে তাদের দাম্পত্য জীবন ভাঙ্গনের সম্মুখীন। আপনাকে আমরা বলতে শুনেছি, শিল্পীদের জন্য আপনার দরদ ও দায়িত্ববোধের কথা। সুতারাং বর্তমান পরিস্থিতিতে আপনিই একমাত্র অভিভাবক হিসেবে একটা দায়িত্বশীল ভুমিকা পালন করতে পারেন। আপনি একটু উদ্যেগ নিয়ে এগিয়ে আসলেই উভয়ের এই দ্বন্ধ নিরসন করা সম্ভব।
এর থেকে আরো কঠিন সমস্যাও তো সমাধান হয় বাস্তব জীবনে। আমাদের মনে আছে, অপু বিশ্বাস লাইভে আসার পর যখন তাদের মধ্যে তুমুল দ্বন্ধ শুরু হয়, তখন সবচাইতে একমাত্র আপনিই সত্যিকার অভিভাবকোচিত কথা গুলো বলেছিলেন, “আমার চিন্তা হচ্ছে, তাদের থেকে বেশী তাদের সন্তানের জন্য”, “আমার হাতিরঝিল থাকার পরও যদি আমি তার উপর হাটতে না পারি, তাহলে সেই হাতিরঝিলের দরকার নেইতো আমার”, “সারাদিন বাহিরে কতক্ষন ভাল লাগবে আপনার, তারপর দিনশেষ তো আপনাকে ঘরেই ফিরতে হবে”, এইযে অত্যন্ত চমৎকার ভাবে আপনি পরিবারের শৃংখলার কথা গুলো বলছিলেন, এবং আপনি বলছিলেন, “আমি অন্য নায়কদের মত বিয়ের পর মৌসুমীর ক্যারিয়ারকে গলা টিপে হত্যা করতে চাইনি”।
তার উদহারন হিসেবে বললেন, আমার যদি হিংসা থাকত তাহলে সে অন্য নায়কদের সাথে এতগুলো ছবি করতে পারতো না, “যেমন মৌসুমী ফেরদৌসের সাথে ৪১টির মত ছবি করেছে”, এভাবে আপনি স্ত্রীর প্রতি আপনার ত্যাগ স্বীকারের কথা বলছিলেন, এবং আরো চমৎকার লাগছিল যে, যখন আপনাকে প্রশ্ন করা হয়েছিল, অন্য নায়কদের সাথে যখন মৌসুমীকে রোমান্টিক দৃশ্যে দেখা যায়, তখন আপনার কেমন লাগে? আপনি তখন অত্যন্ত উদার দৃষ্টি ভঙ্গিতে বলছিলেন, “আমি তখন সেটা দর্শক ভিওতে দেখি”। এবং আমাদেরকে আরো মুগ্ধ করে, আপনার সরল স্বীকারোক্তিতে নিজের ভূল শুধরানোর কথা, এবং আপনি উদার দৃষ্টি ভঙ্গিতে আপনার জীবনের পরিবর্তনে মৌসুমীর অবদানের কথাও স্বীকার করা, এই সব আপনার অতি উদার মহানুভবতা।
যাক পরিশেষে বলব, আপনার অগনিত ভক্তদের আপনার কাছেই একান্ত চাওয়া, আপনি তাদের উভয়ের বড় ভাই ও অভিভাবক হিসেবে অন্তত এই নিষ্পাপ অবুঝ শিশুটির দিকে তাকিয়ে হলেও তাদের উভয়কে ডেকে একটা সমাঝোতা করে ভূল বুঝাবুঝির অবসান করে দিতে পারেন।
আমরা জানি, নায়ক রাজ রাজ্জাকের প্রতি আপনার অগাধ শ্রদ্ধা, নায়ক রাজ রাজ্জাক জীবিত থাকা কালীন যখন অপু বিশ্বাস লাইভে আসার পর প্রথম শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে দ্বন্ধ শুরু হয় তখন তিনি শাকিব খানকে কিছু উপদেশ দিয়েছিলেন এবং প্রয়োজনে তিনি অপু বিশ্বাসের দায়িত্বও নিতে চেয়েছিলেন, সবচেয়ে মানবিক বিষয় হল, যেহেতু মেয়েটি তার জাত বংশ সর্বোপরি নিজ ধর্ম ছেড়ে মুসলিম হওয়াতে আল্লাহ না করুক ডিভোর্স হলে তার আপনজন বলতে তো আর কেউ থাকল না, তাই নায়ক রাজ রাজ্জাক বেচে থাকলে হয়ত নিজেই এগিয়ে এসে দায়িত্ব নিতেন, কিন্তু এই মুহুর্তে নায়ক রাজ রাজ্জাকের অবর্তমানে এই গুরু দায়িত্বটা আপনিই পালন করতে পারেন।
আল্লাহ পাক, আল্লাহর অপছন্দের একটি বিষয়কে অনুমতি দিয়েছেন, সেটা হল তালাক, তাই আপনি এই মহৎ কাজটি যদি করতে পারলে আল্লাহও খুশী হবেন, এবং সাথে নিষ্পাপ এই শিশুটির দোয়া তো অবশ্যই পাবেন, আর অগনিত দর্শকদের কাছও আপনি স্মরনীয় হয়ে থাকবেন। এবং চলচিত্রেও সেটা মাইলফলক হয়ে থাকবে। আল্লাহ হাফেজ।
আপনার অগনিত ভক্তদের পক্ষে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস