শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ১০:১৭:৪৬

করণের প্রস্তাবও ফিরিয়ে দিলেন আনুশকা- কিন্তু এর কারণ আজও এক রহস্য!

করণের প্রস্তাবও ফিরিয়ে দিলেন আনুশকা- কিন্তু এর কারণ আজও এক রহস্য!

বিনোদন ডেস্ক: ‘বাহুবলী-২’ ছবিতে অসাধারণ অভিনয় তার ক্যারিয়ারের গতিপথটাই বদলে দিয়েছে ‘দেবসেনা’ আনুশকা শেট্টির। বেশ কয়েক বছর ধরেই তার বলিউডে অভিষেক নিয়ে নানা জল্পনা চলছে। কিন্তু একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন দক্ষিণী নায়িকা। কিন্তু এর কারণ আজও এক রহস্য।

সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে আনুশকা শেট্টিকে তার ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন করণ জোহর। কিন্তু সেই চরিত্র পছন্দ হয়নি নায়িকার। তাই ফিরিয়ে দিয়েছিলেন। তামাশা ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন আনুশকা। এখানেই শেষ নয়, এর আগে অজয় দেবগনের ‘সিংঘাম’ এবং ‘গোলমাল’-এর সিরিজের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন অভিনেত্রী।

প্রসঙ্গত, প্রভাস আর আনুশকা শেট্টির ‘অতিরিক্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব’ নানারকম গুঞ্জন তৈরি হয়েছে। তবে, তাদের মধ্যে আদৌ কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা বরাবরই দুজনেই অস্বীকার করে এসেছেন।
তাই এবার আরও গুঞ্জন তৈরি হয়েছে য়ে, প্রভাসের কারণেই  করণ জোহরের ছবিতে কাজ করতে চাইলেন না আনুশকা শেট্টি। কারণ দক্ষিণী তারকা প্রভাসকেও নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন করণ জোহর। কিন্তু পারিশ্রমিক হিসেবে প্রভাস ২০ কোটি টাকা চান। প্রভাসের এই বিপুল পরিমান পারিশ্রমিকে রাজি হননি পরিচালক।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে