শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ১১:৩১:১৭

কাজী শুভর ‘সুন্দরী’ টয়া

কাজী শুভর ‘সুন্দরী’ টয়া

বিনোদন ডেস্ক: অবশেষে ১১ নভেম্বর এসএ প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক কাজী শুভ’ নতুন গানের মিউজিক ভিডিও ‘সুন্দরী’। এর আগে এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে আয়োজন করেই নির্মাণ করা হয় গানের ভিডিওটি।  ভিজুয়্যালাইজারের ব্যানারে নির্মিত হয়েছে এটি।

গানটিতে উড়াধুরা পারফর্ম করেছেন নতুন প্রজন্মের টিভি অভিনেত্রী মুমতাহিনা টয়া। তার সঙ্গে গানটিতে কাজী শুভকেও পারফর্ম করতে দেখা যাবে। আরও রয়েছেন নতুন মডেল হামজা। রবিউল ইসলামের জীবনের কথায় গানটির সুর করছেন শিল্পী নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেচেন  রাফি। ভিডিওটি নির্মাণে ডিওপি হিসেবে ছিলেন ফরহাদ হোসেন ও গ্রোরিওগ্রাফার হিসেবে ছিলেন আসিফ- রোহান।

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘সুন্দরী গানটিতে শ্রোতা দর্শকরা নতুন এক কাজী শুভকে খুঁজে পাবেন। একেবারে ভিন্ন ধারার গান এটি। গানের সঙ্গে মিল রেখে জাকমজকপূর্ণ ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি গানটি দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটিও প্রশংসিত হবে।’

ভিডিওতে পারফর্ম করা প্রসঙ্গে টয়া বলেন,‘ কিছু কিছু কাজ রয়েছে যেগুলো শুরুতেই বলা যায় কতটা দর্শক প্রিয়তা পাবে। এ গানটি তেমনটি একটি গান। আমার ক্যারিয়ারের অন্যতম ভালো কাজ এটি। গানটির সঙ্গে নেচে আমারও দারুন লেগেছে। যে কোন উৎসবে বাজানোর মতো একটি গান। ভিডিও নির্মাণে অ্যারেঞ্জের দিক থেকে কোন অংশে কম ছিলনা। গানের পাশাপাশি ভিডিওটি অসাধারণ হয়েছে। এখন দর্শক শ্রোতারা যে ধরনের গান ও ভিডিও চান এটি সে চাহিদা পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস। ম্যাক্স ব্যাগ প্রেজেন্ট গানটি এখন থেকে এসএ প্রডাকশনের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে