রবিবার, ১২ নভেম্বর, ২০১৭, ১২:৪৩:৩৩

বিচ্ছেদের কথা শাকিবের কাছ থেকে সরাসরি শুনতে চান অপু

বিচ্ছেদের কথা শাকিবের কাছ থেকে সরাসরি শুনতে চান অপু

বিনোদন ডেস্ক : ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে আবারো নতুন খবর। এর আগে বিয়ে ও সন্তানের খবর মিডিয়ার সামনে অপু বিশ্বাস জানালেও এবারের খবরটি ভিন্ন ধরনের।

শোনা যাচ্ছে, দ্রুতই দেশীয় ছবির জুটি শাকিব খান আর নায়িকা অপু বিশ্বাসের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। কিন্তু অপু বিশ্বাস এ বিষয়ে ভিন্ন কথা বললেন।

তিনি গতকাল এ প্রসঙ্গে বলেন, শাকিবের পরিবারের সবাই আমাকে চেনেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা কেউই এ বিষয়টি জানেন না। তার পরিবারের কেউই এসে তো বিবাহ বিচ্ছেদ নিয়ে আমার সঙ্গে কথা বলেনি। বরং, আমি বিভিন্ন সংবাদমাধ্যমের মারফতে বিবাহবিচ্ছেদের খবরটি জানছি। আর জেনে অবাক হচ্ছি!

অপু আরো বলেন, আমার বিবাহ বিচ্ছেদ হবে আর আমি জানবো না। শাকিব তো নিজে কোথাও বিবাহ বিচ্ছেদের কথা বলেনি। তাহলে কি তৃতীয় কোনো পক্ষ এটা করছে! এমন কিছু হলে আমি শাকিবের কাছ থেকে সরাসরি শুনতে চাই। এসব করে তো অন্য কেউ দূর থেকে হাসছে। এতে করে শুধু আমার সম্মান নষ্ট হচ্ছে না, শাকিবের সম্মানও তো এখানে জড়িত।

এদিকে জানা যায়, অপুর বিশ্বাসের ওপর ভীষণ নাখোশ শাকিব খান। আর দিনের পর দিন তা বেড়েই চলেছে। কারণ, শাকিব যে কাজ পছন্দ করেন না, অপু নাকি প্রতিনিয়ত সেসব করে চলেছেন। এটা কতটা সত্যি?

এমন কথার ভিত্তিতে অপু বিশ্বাস বলেন, আমি এমন কিছু্‌ই করছি না। আমার সঙ্গে তো শাকিবের সরাসরি কোনো কথা হয় না। আর আমি জানি শাকিবের সঙ্গে ইন্ডাস্ট্রির সবার ঝামেলা যা ছিল ঠিক হয়ে গেছে। তাহলে আমি কারো সঙ্গে ছবিতে কাজ করলে তো শাকিবের সমস্যা থাকার কথা না। আর শাকিব এসব বিষয়ে তো সরাসরি ফোন করে কারো সঙ্গে কোনো কাজ করতে নিষেধ করেনি। আমি দূর থেকে কিভাবে বুঝবো? 
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে