রবিবার, ১২ নভেম্বর, ২০১৭, ০৯:৪২:১৫

এখন কেমন আছেন নব্বই দশকের ব্যস্ত নায়িকা সোনিয়া?

এখন কেমন আছেন নব্বই দশকের ব্যস্ত নায়িকা সোনিয়া?

বিনোদন ডেস্ক  :  ঢাকাই ছবির নব্বই দশকের ব্যস্ত নায়িকাদের কাতারে ছিলেন সোনিয়া। তার অভিনীত বেশ কিছু ছবি ছিল ব্যবসা সফল। মোট ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। সালমান শাহ, বাপ্পারাজ, রিয়াজসহ প্রথম সারির নায়কদের নায়িকা হয়েও অভিনয় করেছেন সোনিয়া। চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করতেন।

কিন্তু প্রায় দশ বছর ধরে সব ধরনের অভিনয়ের বাইরে তিনি।  সোনিয়া এখন লন্ডন প্রবাসী। সেখানেই তিনি চিরায়ত বাঙালি নারীর মতো সংসার আগলে সংসারী হয়েছেন। পাশাপাশি সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ও স্থানীয় বাঙালি কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত আছেন। লন্ডনে হাসি নামেই সবার কাছে পরিচিত সোনিয়া। কয়েক বছর আগে বিয়ে করে প্রবাসী স্বামীর হাত ধরে লন্ডনে পাড়ি দিয়েছিলেন। বর্তমানে এই অভিনেত্রী লন্ডনের নাগরিক হিসেবে সেখানেই বাস করছেন। বৈবাহিক জীবনে সোনিয়া তিন সন্তানের জননী।

বর্তমানে লন্ডনে সাংগঠনিক কিছু কাজে অবস্থান করছেন চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। সোনিয়াকে ইলিয়াস কাঞ্চনের সাথে নিসচার বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করতে দেখা গেছে।

সোনিয়া এখন ধর্মকর্মে বেশ মনোযোগী, সবসময় পর্দা করেই চলাফেরা করেন। সম্প্রতি সোনিয়াকে অনলাইনে দেখা যাচ্ছে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করতে। নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখায় তিনি সাংস্কৃতিক সাম্পাদিকা পদে আছেন। দীর্ঘদিন যাবৎ এই সামাজিক আন্দোলনে কাজ করে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯১ সালে ‘মাস্তান রাজা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্র অভিনয় শুরু। এরপর অভিনেতা রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে ‘প্রেম শক্তি’ ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। ১৯৯২ সালে আফজাল হোসেন ও সাইদুল আনাম টুটুলের বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছিলেন। সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ ছবিতে। এরপর আর নতুন কোনো ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে