রবিবার, ১২ নভেম্বর, ২০১৭, ০২:৩৫:০৩

কে এই ব্যাক্তি ? যিনি ভক্তদের সামনেই ‘অপমান’ করলেন শাহরুখকে

কে এই ব্যাক্তি ? যিনি ভক্তদের সামনেই ‘অপমান’ করলেন শাহরুখকে

বিনোদন ডেস্ক :  শাহরুখের ভক্তদের কাছে ২ নভেম্বর দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কিং খানের জন্মদিন বলে কথা। আর কিং-এর জন্মদিন মানেই বিশাল আড়ম্বর।

তাই পরিবার নিয়ে ৫২ তম জন্মদিন পালন করতে সুপারস্টার গিয়েছিলেন মহারাষ্ট্রের আলিবাগে।  আলিবাগে শাহরুখের সঙ্গে বচসা বাধে কে এই ব্যাক্তি ? যিনি ভক্তদের সামনেই ‘অপমান’ করলেন শাহরুখকে!

মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক জয়ন্ত পাটিলের সাথেই এমন কান্ড ঘটে ।  একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, শাহরুখের উপর রীতিমতো চিৎকার করছেন তিনি।  

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ৩ নভেম্বর।  জানা গিয়েছে, আলিবাগে প্রাইভেট ইয়টে করে পৌঁছেছিলেন কিং খান। কিন্তু ভক্তদের ভিড়ের কারণে নামতে দেরি হচ্ছিল বাদশার। আর সেই জেটিতেই অপেক্ষা করছিলেন জয়ন্ত পাটিল।

দেরি হওযায় রেগে গিয়ে শাহরুখের ইয়টের কাছে গিয়ে ভক্তদের সামনেই তিনি বলেন,  ‘‘আপনি সুপারস্টার হতে পারেন। কিন্তু আলিবাগের মালিক নন। এখানে আমার অনুমতি ছাড়ে আসতে পারতেন না।’’ এই ঘটনার ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে