রবিবার, ১২ নভেম্বর, ২০১৭, ০৫:০৮:৩৮

ফাইনালে জেসিয়া, যখন ঘোষনা করা হবে বিজয়ীর নাম

ফাইনালে জেসিয়া, যখন ঘোষনা করা হবে বিজয়ীর নাম

বিনোদন ডেস্ক :   মিস ওয়ার্ল্ড বাংলাদেশের হেড টু হেড চ্যালেঞ্জে মুখোমুখি হয়েছিলেন জেসিয়া।  সেখান থেকেই অনলাইন ভোটেই সেরা নির্বাচিত হয়ে ফাইনালে উঠেছেন তিনি।

মোট ১২০ জন প্রতিযোগী থেকে নির্বাচিত করা হয় ৪০ জনকে।  আর তাদের মধ্যেই স্থান পান জেসিয়াও।  ফাইনালে আসতে পেরেছেন জেসিয়া, আগামী ১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ঘোষনা করা হবে বিজয়ীর নাম । চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান।

এই ব্যাপারে জানান জেসিয়া নিজেই।  তার নিজের ফেসবুকওয়ালে জেসিয়া লিখেন ,'‘সবাইকে ধন্যবাদ।  প্রতিযোগিতার হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে আমি বিজয়ী হয়েছি।  মিস ওয়ার্ল্ড ২০১৭ প্রতিযোগিতায় সেরা ৪০-এ নির্বাচিত হয়েছি আমি।  আমার জন্য দোয়া করবেন। '

উল্লেখ্য যে, আগামী ১৮ই নভেম্বরে চী্নে ঘোষনা করা হবে মিস ওয়ার্ল্ডের নাম।  স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা বাজে ঘোষনা করা হবে সেই নামটি।  অনুষ্ঠানটি হবে আড়াই ঘন্টার।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে