বিনোদন ডেস্ক : নন্দিত লেখক হুমায়ুন আহমেদের জন্মদিন উদযাপন করেছেন তার পরিবারের সদস্যরা। রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডিতে বাসভবনে কেক কেটে লেখকের ৬৯তম জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিনের ঘরোয়া এই আয়োজনে যোগ দেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। হলুদ পোশাক পড়ে হিমু সেজে হাজির হয়েছিলেন হুমায়ুন ভক্ত-অনুরাগীরা। তারা বলেন, সিনেমার নামে লেখক হুমায়ুনের ব্যক্তিগত জীবনকে নেতিবাচকভাবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে। অনুষ্ঠানে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন প্রত্যাশা করেন, রবীন্দ্র নজরুল জয়ন্তীর মত একদিন রাষ্ট্রীয়ভাবেই পালন করা হবে লেখকের জন্মদিন।
হুমায়ুনের এক বক্ত জানান, আমাদের মাঝে হিমু, রূপা আছে এইভাবে আমরা স্যার খুঁজে পাই। আর এইভাবে স্যার আমাদের মাঝে বেঁচে থাকবেন।
মুস্তাফা সারওয়ার ফারুকীর ডুব ছবির সমালোচনা করে হুমায়ুনের আরেক বক্ত জানান, হুমায়ুন স্যারের চরিত্র এমন ছিল না। তিনি বলেন, 'হুমায়ুন আহমেদে চরিত্রের নানা মানবিক গুণ রয়েছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে হুমায়ুন আহমেদের নেগেটিব দিকগুলোকে পুঁজি করে একটি মিথ্যার আশ্রয় নিয়ে পরিচালক তার নিজের নামটিকে ও চলচ্চিত্রটিকে বিশ্ববাসীর কাছে উপস্থাপনের চেষ্টা করেছেন।'
হুমায়ুনের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, এই প্রজন্ম রবীন্দ্রনাথ, কাজী নজরুলকে দেখেন নাই। কিন্তু তারা হুমায়ুন আহমেদকে দেখেছে। আমাদের এক জন হুমায়ুন আহমেদ ছিল। আর সেই হুমায়ুন আহমেদেরে জন্মদিনটা জাতীয়ভাবে পালন হলে এটা আমার স্বপ্ন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস