সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭, ০৩:১২:২২

১০ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন যে কারণে, এখন সেটাই করছেন প্রিয়াঙ্কা

১০ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন যে কারণে, এখন সেটাই করছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : ছোটো, অশালীন পোশাকে না বলেছিলেন। চাননি পরিচালক বা ছবি নির্মাতাদের পছন্দের পোশাকে ক্যামেরার সামনে আসতে। সেকারণে, ১০টি ছবির প্রস্তাব ফেরাতে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে আর এখন সেটাই করছেন প্রিয়াঙ্কা।

জানালেন অভিনেত্রীর মা মধু চোপড়া। সম্প্রতি মেয়ের সম্পর্কে একটি সংবাদপত্রের কাছে সাক্ষাৎকার দিয়েছেন মধু। সেখানে তিনি জানিয়েছেন, ছোটো পোশাক পরতে রাজি না হওয়ায় দশটি ছবির প্রস্তাব ফেরাতে হয়েছিল তাঁর মেয়েকে।

মেয়ের ছবি ফেরানোর ঘটনার কথা সামনে এনে মধু জানিয়েছেন, প্রিয়াঙ্কার জন্য ছোটো পোশাক বানাতে দেওয়া হয়েছিল একজন ডিজাইনারের কাছে।   বেশ জনপ্রিয় ছিলেন সেই ছবির পরিচালক। তিনি নাকি বলেছিলেন, মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে কী লাভ। যদি নিজের সুন্দর শরীরকে ক্যামেরার সামনে তুলে ধরতে না পারেন তাহলে খেতাবের গুরুত্ব নেই। প্রিয়ঙ্কা ছবির জন্য আর হ্যাঁ করেননি। তিনি নাকি আপত্তি জানিয়েছিলেন।

সেকারণে, প্রিয়াঙ্কার উপর বেজায় চটেছিলেন সেই পরিচালক। জানিয়েছেন মধু। প্রিয়াঙ্কার কথা সামনে এনে বাকিদের পরামর্শ দিয়েছেন মধু। তাঁর কথায়, দশটি ছবির প্রস্তাব তুড়ি মেরে উড়িয়ে দিলেও মনমরা হয়নি প্রিয়াঙ্কা। আমিও সবাইকে বলব, মনের জোর হারাবেন না। এগিয়ে চলুন সামনের দিকে। নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন। কোনও সুযোগ হাতছাড়া হওয়া মানে সেখানেই জীবনের শেষ এমনটি ভাবারও কিছু নেই। জীবন খুব গুরুত্বপূর্ণ। তাঁর আরও পরামর্শ, নিজের শর্তে চললে সংগ্রাম বেশি করতে হয়। তবে, তার পরিণাম সুখের হয়।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে