সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭, ০৫:৫১:২৫

না 'ভাইজান', না 'টিউবলাইট' এবার শুধুই অ্যাকশনে ভরপুর সালমান খান!

না 'ভাইজান', না 'টিউবলাইট' এবার শুধুই অ্যাকশনে ভরপুর সালমান খান!

বিনোদন ডেস্ক : টাইগার মরেনি! টাইগার জিন্দা হ্যায়। আর তাই তো ফের ‘র’ এজেন্ট হয়ে বিশ্বের জঙ্গিহানাকে আটকাতে যেন মাটি ফুঁড়ে, উড়ে এলেন সেই পুরানো সালমান খান। সৌজন্যে পরিচালক আলি আব্বাস জাফর।

আর তার নতুন ছবি 'টাইগার জিন্দা হ্যায়'! ইতিমধ্যেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই ইউটিউবে তা দেখা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি বার।

তবে সালমান কি আর এই ছোট্ট জিনিসে সন্তুষ্ট হন! একেবারেই নয়। তাই তো টাইগার জিন্দা হ্যায়ের ঝড় ওঠার আগেই, ফের সোশ্যালে সালমান শেয়ার করলেন তাঁর নতুন ছবি 'রেস থ্রি'-এর ফার্স্টলুক!

রেমো ডি'সুজার পরবর্তী ছবি 'রেস থ্রি'-তেও একেবারে অ্যাকশন প্যাকড চরিত্রে দেখা যাবে সালমানকে। আর সেকথা সালমান নিজেই জানালেন। সোশ্যাল নেটওয়ার্কে রেস থ্রি-র ফার্স্টলুক শেয়ার করে সালমান লিখলেন, 'টাইগার জিন্দা হ্যায় শেষ হল, এবার শুরু রেস থ্রি!'
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে