বিনোদন ডেস্ক : বিয়ে জিনিসটা দারুন ব্যাপার। এই একটা অনুষ্ঠান ঘিরে পরিবারের সব লোকজন একত্রিত হয়। এমনই অনুভূতির কথা জানালেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।
সম্প্রতি একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিতাভ। বিয়ের অনুষ্ঠান যে তার দারুন কেটেছে, তা তার ট্যুইট থেকেই স্পষ্ট।
তিনি লিখেছেন, বিয়ে বাড়ির আনন্দই আলাদা। পরিবারের সবাই এক উত্সবের পরিবেশে একত্রিত হন। গান, নাচ, হৈহুল্লোড়, বর-কনের সঙ্গে খুনসুটি, মজা দারুন উপভোগ্য। তারপর সবকিছুই আচমকা শেষ হয়ে যায়।
অমিতাভ আরও লিখেছেন, কনের বাবা তার মেয়েকে নতুন একটা বাড়িতে পাঠান..এই দেওয়ার আনন্দ..আর যারা গ্রহণ করে তাদের আশীর্বাদ..পরিবারে নতুন একজনের আগমন..চিরাচরিত লোকগান ও আনন্দোচ্ছ্বাসের মধ্যে বরণ করে নেওয়া..। এককথায় অসাধারণ।
এমটিনিউজ/এসএস