মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭, ০৪:৩০:১৮

শিশু দিবসে তৈমুরকে যে উপহার দিলেন সাইফ, তার দাম জানলে চমকে উঠবেন!

শিশু দিবসে তৈমুরকে যে উপহার দিলেন সাইফ, তার দাম জানলে চমকে উঠবেন!

বিনোদন ডেস্ক : প্রিয় কার্টুনের মুখ আঁকা জামা, সাইকেল, খেলনা, ডিজাইনার নার্সারি। নাকি নতুন কোনও হলিডে প্ল্যান? আন্দাস করুন তো তৈমুরকে শিশু দিবস উপলক্ষে কী উপহার দিয়েছেন তার বাবা সাইফ আলী খান?

না, ওই সব খেলনা-জামা-ডিজাইনার নার্সারি-টার্সারি নবাব পরিবারে জাস্ট ব্যাকডেটেড। তৈমুরের উপহার একেবারে 'হটকে'। সোমবার একটি চেরি লালরঙা এসআরটি জিপ কিনেছেন বলিউডের 'নবাব' সাইফ আলি খান।

ইন্ডিয়া টুডে'র খবর অনুযায়ী, সাংবাদিকরা সাইফের কাছে জানতে চায় কাকে এই গাড়িটিতে প্রথম চড়াবেন তিনি। সাইফের জবাব, তৈমুর। সাইফ বলেছেন, ''এই গাড়িটিতে পিছনে একটি বেবি সিটও রয়েছে। তৈমুর প্রথম এই গাড়িতে চড়বে।''

এরপরই সাইফের কাছে জানতে চাওয়া হয়, চিলড্রেন'স ডেতে তৈমুরকে কী উপহার দেবেন তিনি। সাইফ জানান, হয়তো গাড়িটিই উপহার দিয়ে দিতে পারি। এরপরই সাইফ বলেন, ''এই রংটা তৈমুরের পছন্দ হবে। এই গাড়িটা তৈমুরের জন্য রেখে দেব।''

আগামী ২০ ডিসেম্বর এক বছর পূর্ণ করবে তৈমুর। তা নিয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, কারিনা নাকি একেবারে এলাহি থিম পার্টির আয়োজন করছেন। তার ঠিক আগেই জীবনের প্রথম শিশু দিবসে এমন এলাহি এসআরটি জিপ!

জানেন ওই গাড়ির দাম! জানলে চমকে উঠবেন! বাজারে এই গাড়িটির দাম অন্তত এক কোটি তিরিশ লক্ষ রুপি, যা বাংলাদেশ মুদ্রায় প্রায় দেড় কোটি।

ছোট্ট তৈমুর এসব বুঝবে কিনা জানা নেই, তবে সাইফ যে এক কথায় সন্তানকে প্যাম্পার করার নজির তৈরি করেছেন, সেটা কিন্তু বলাই যায়। আজ শিশু দিবস।

নবাব পরিবারের সবচেয়ে ছোট সদস্য তৈমুর আলি খানের শিশু দিবসটা একটু গ্র্যান্ডই হয়েছে এবছর। এখনও এক বছর হয়নি তৈমুরের। ২০ ডিসেম্বর একবছর পূর্ণ করবে সাইফের ছোট পুত্র।

তার আগেই দেড় কোটির গাড়ি হাজির তার জন্য। সে দিক থেকে দেখতে গেলে এটাই তৈমুরের প্রথম শিশু দিবস সেলিব্রেশন। কাজেই স্পেশাল তো হতেই হবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে