বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ১০:২৭:৫৩

এবার নিজেই নিজের বিয়ের কথা জানালেন সালমান!

এবার নিজেই নিজের বিয়ের কথা জানালেন সালমান!

স্পোর্টস ডেস্ক: কবে বিয়ে করছেন সালমান খান? আদৌ কি আর বিয়ে করবেন তিনি! কে না জানতে চায় সালমানের লাভ লাইফ। এবার নিজেই সেই জল্পনার অবসান করলেন সল্লু মিঞা।
কোনো এক নারীর সঙ্গে তাঁকে দেখা গেলেই শুরু হয়ে যায় জল্পনা। তাহলে এর প্রেমেই কি হাবুডুবু খাচ্ছেন সল্লু মিঞা? কিছুদিন আগে শোনা যায়, সালমানের বিয়ে হতে চলেছে ১৮ নভেম্বর। কিন্তু সে জল্পনাতেও জল ঢেলেছেন তিনি নিজেই। এতদিনে জানা গেল বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলরের মনের কথা।

সম্প্রতি এক টিভি চ্যানেলের ইন্টারভিউতেও একই প্রশ্নের সম্মুখীন হন সালমান খান। সেখানেই নিজের মনে কথা শেয়ার করেন তিনি।

সালমানের কথায়, 'আমি অত্যন্ত খুশি। এত মানুষ, আমার এত ভক্ত যে এখনো আমার বিয়ের ব্যাপারে চিন্তা করেন, আমার লাভ লাইফ নিয়ে এতটাই উদ্বিগ্ন, এটা ভেবেই আমার ভালো লাগে। আমি সত্যি বলছি, আমি কবে বিয়ে করব সেই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে।
আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলেও, আমি হ্যাঁ কিংবা না, কোনো উত্তরই দিতে পারব না। '

সল্লু আরো বলেন, 'যবে আমি বিয়ে করব আপনারা জানতেই পারবেন। লুকিয়ে কিছু করার নেই। যদি বিয়ে হওয়ার হয় হবে, যদি না-হওয়ার, হবে না। তবে আমার প্রতি মানুষের ভালোবাসা নিয়েই আমি অত্যন্ত খুশি ও সুখী। ' আপাতত প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে পরবর্তী ছবি 'টাইগার জিন্দা হ্যায়'-এর প্রোমোশন নিয়েই ব্যস্ত সালমান খান।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে