বিনোদন ডেস্ক: মেয়ে বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়েছেন। আর তার মধ্যেই প্রিয়াংকা চোপড়ার মা মধু চোপড়া মেয়ের কেরিয়ারের গোড়ার কথা নিয়ে মুখ খুললেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হায়দরাবাদের ২০তম আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসবে এমনই এমনই জানিয়েছেন মধু চোপড়া। সেখানেই তিনি জানান, কেরিয়ারের শুরুটা মোটেই মসৃণ ছিল না প্রিয়ঙ্কা।
মাত্র ১৭ বছর বয়সে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসার পর বহুবার বিভিন্ন রকমের প্রস্তাবের সম্মুখীন হতে হয়েছেন প্রিয়াংকা। কিন্তু নিজের মূল্যবোধ থেকে কখনই সরে যাননি তিনি। আর তাই প্রায় ১০টি ছবি হারিয়েছেন। জানান প্রিয়াংকার মা। জীবনে উন্নতির দিকে এগিয়ে যেতে কখনই নিজের মূল্যবোধ বিসর্জন দেওয়া উচিত নয়।
মধুদেবী বলেন, ‘‘১৭ বছর বয়সে কেরিয়ার শুরু করেন প্রিয়ঙ্কা। আমি ওর সঙ্গে সব জায়গায় যেতাম। একদিন এক ভদ্রলোক ওকে বলেন, ‘আমি যখন স্ক্রিপট পড়ে শোনাব, তখন কি তোমার মা বাইরে বসবেন?’ তখন প্রিয়াংকা উত্তরে বলেন, ‘এই ছবির গল্প যদি আমার মা শুনতেই না পারেন, তা হলে এই ছবি আমি করবোনা।’ এই বলে বেরিয়ে যায় সে। ছবিটি কিন্তু খুব ভাল ছিল।’’
এরকমই আরও একটি ঘটনার কথা বলেন মধু চোপড়া। তিনি জানান, আরও একবার একটি ছবিতে পরিতালক প্রিয়াংকাকে একটু বেশি খোলামালে পোশাক পরাতে চেয়েছিলেন। সেই পরিচালকের বক্তব্য ছিল, ‘ক্যামেরার সামনে যদি এই পোশাকে নিজেকে সুন্দর ভাবে মেলে না ধরতে না পারেন, তা হলে মিস ইন্ডিয়াকে সিনেমাতে নিয়ে কী লাভ? কিন্তু প্রিয়াংকা এই পোশাক পরতে রাজি হননি। আর তাতে পরিচালক ক্ষুব্ধ হন।
সেই ছবিতে রাজি না হওয়ায় ওই পরিচালকের ১০টি ছবি হারান পিগি চপস। নাম না করলেও, তিনি প্রথম সারির পরিচালক ছিলেন বলে জানান মধু চোপড়া। ১০টি ছবি হারিয়ে কিন্তু মোটেই ভেঙে পড়েননি প্রিয়াংকা। বরং নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে গিয়েছেন।
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/ এএস