বিনোদন ডেস্ক: নয় বছর কেটে গেলেও বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। এ বছর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে বিয়ের বিষয়টি প্রকাশ করে দেন অপু।
আর সম্প্রতি শাকিব-অপুর শিশুসন্তান জয় সিনেমায় অভিনয় করছেন, এমন একটি খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।
এ বিষয়ে অপু বলেন, ‘আসলে সংবাদটি একেবারেই সত্য নয়। শিশুপুত্রকে এ মুহূর্তে অভিনয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের প্রতিও বিরক্তি প্রকাশ করেন অপু। ’
মঙ্গলবার হয়ে গেল অপুর নতুন সিনেমা ‘কাঙ্গাল’র মহরত। বদিউল আলম খোকন পরিচালিত ‘কাঙ্গাল’ সিনেমার মহরত শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন অপু। এসময় তিনি এ সময় সিনেমায় ফেরা, শাকিব খানের সঙ্গে সংসার ও সন্তানসহ বিভিন্ন বিষয়েও কথা বলেন।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘কাঙ্গাল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন সিনেমায় অপুর সঙ্গে আরও অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী ও ডিএ তায়েব।
আগামী বছরের শুরুতে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস