বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ০৮:০১:০৭

স্বামী রাজ নয়, শিল্পার মা হওয়ার খবর জানেন শুধু অনুরাগ বসু!

স্বামী রাজ নয়, শিল্পার মা হওয়ার খবর জানেন শুধু অনুরাগ বসু!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি অন্তঃসত্ত্বা। শিল্পার বোন শমিতাকে সেই সুখবর জানালেন বলিউড পরিচালক অনুরাগ বসু। কি অবাক লাগছে শুনতে?

ভাবছেন, দ্বিতীয়বার মা হচ্ছেন শিল্পা, সেই খবর রাজ কুন্দ্রা শমিতাকে না জানিয়ে কেন অনুরাগ জানালেন, তাইতো? শিল্পার স্বামী রাজ কুন্দ্র নয়, তার মা হওয়ার খবর জানেন শুধু অনুরাগ!

ঘটনাটা খুলেই বলা যাক তাহলে! বর্তমানে একটি রিয়েলিটি শো-এর বিচারক হিসাবে একসঙ্গে কাজ করছেন শিল্পা এবং অনুরাগ। শো-এর মাঝে লুকিয়ে শিল্পার ফোন নিয়ে শমিতাকে ওই কথা জানান অনুরাগ।

বড় বোন দ্বিতীয়বার মা হওয়ার খবরে রীতিমত চমকে যান শমিতা। এরপর থেকেই শিল্পাকে ফোন এবং এসএমএস করে সেই কথা জিজ্ঞাসা করতে শুরু করেন শমিতা শেঠি।

বোনকে অনেক বুঝিয়েও কোনও কাজ হয়নি। অবশেষে শিল্পা জানতে পারেন, ওই কাজ আসলে অনুরাগ বসুর। মজা করতেই শমিতাকে এসএমএস করেন তিনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে