বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ১০:১২:০৬

একসঙ্গে থাকতে হলে বিয়ে জরুরি নয় : সিদ্ধার্থ মালহোত্রা

একসঙ্গে থাকতে হলে বিয়ে জরুরি নয় : সিদ্ধার্থ মালহোত্রা

বিনোদন ডেস্ক : একসঙ্গে থাকতে গেলে বিয়ে জরুরি কোনো বিষয় নয়। লিভ-ইন সম্পর্কটা খুব অন্তরঙ্গ হতে পারে, বিয়ে প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন বলিউডের এ সময়ের ক্রেজ সিদ্ধার্থ মালহোত্রা।

সম্প্রতি মুম্বই ভিত্তিক একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়েকে খুব প্রয়োজনীয় বলে মনে করি না। লিভ ইন সম্পর্কও খুব অন্তরঙ্গ হতে পারে। লিভ ইন সম্পর্কের মাধ্যমে পরস্পরকে বোঝা যায়। দুজনের মন্দ ও ভালো সময়ে একে অপরের পাশে দাঁড়ানো যায়।

আলিয়া ভাটের এই প্রেমিক মনে করেন, দুজনের মাঝে বোঝাপড়া ভালো হলে বিয়ে করেই একসঙ্গে থাকতে হবে কেন? আর বোঝাপড়া ভালো না হলে বিয়ে করলেই কি একসঙ্গে থাকা যায়?

নিজেদের সম্পর্কের ওপর নির্ভর করেই এক ছাদের নিচে থাকার বিষয়টিকে যৌক্তিক মনে করেন বলিউডের এই উঠতি নায়ক। শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য লিভ ইন সম্পর্ককে দোষ কিছু মনে করেন না তিনি। সিদ্ধার্থ বলেন, শারীরিক আকর্ষণকে আমি এড়িয়ে যেতে পারি না।

সিদ্ধার্থ মালহোত্রা বলেন, শুধুমাত্র একসঙ্গে থাকার জন্য বিয়ের প্রয়োজন নেই। কিন্তু সংসার, কিংবা সন্তানের বাবা হতে চাইলে বিয়ের দরকার আছে। বাবা হতে চাইলে, অবশ্যই বিয়ে করতে চাইবো। পরিবারের কর্তা হিসেবে সন্তানকে নিরাপত্তা দিতে চাইবো।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে